Pakistani Actors: ভারতীয় ছবি এবং ওয়েব সিরিজ়ে কাজ করতে পারবেন পাকিস্তানি শিল্পীরা, জানাল মুম্বই হাই কোর্ট

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 21, 2023 | 2:01 PM

Pakistani Actors: মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত এক ব্যক্তি মুম্বই আদালতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা রুখতে চেয়েছিলেন বরাবরের মতো। আন্তর্জাতিক সুরক্ষা এবং শান্তির কথা মাথায় রেখেই মুম্বই হাইকোর্ট এই অনুমতি দিয়েছে পাকিস্তানের শিল্পীদের।

Pakistani Actors: ভারতীয় ছবি এবং ওয়েব সিরিজ়ে কাজ করতে পারবেন পাকিস্তানি শিল্পীরা, জানাল মুম্বই হাই কোর্ট
ফাওয়াদ খান।

Follow Us

পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভালই অনুরাগী সংখ্যা আছে আমাদের দেশে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তানের ফাওয়াদ খান। তাঁকে শেষবার দেখা যায় করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। সেই সময় সন্ত্রাসবাদ এবং ভারতীয় সৈনিকদের উপর পাকিস্তানের হামলার কারণে বলিউড থেকে বাদ পড়েছিলেন সেখানকার তারকারা। এমনকী, পাকিস্তানের ক্রিকেট তারকাদেরও ভারতে খেলার অনুমতি মিলত না। ফলে ফাওয়াদ এবং তাঁর মতো মাহিরা খান, আলি জ়াফারদের এদেশে অভিনয়ের সুযোগ হারিয়েছিল। কিন্তু এবার ফের ভারতে কাজ করার অনুমতি পেলেন পাকিস্তানের শিল্পীরা। উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেট দলও ভারতে এসে বিশ্বকাপ খেলার অনুমতি পেয়ে গিয়েছেন।

ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা রুখতে মঙ্গলবার (১৭ অক্টোবর) জনৈক ব্যক্তি মুম্বই হাইকোর্টের কাছে আর্জি জানান। সেই আর্জিকে অগ্রাধিকার দেয়নি মুম্বই হাইকোর্ট। উল্টে জানিয়েছে, পাকিস্তানের শিল্পীরা এবার থেকে এদেশে এসে কাজ করতে পারবেন। ফাওয়াদ খান, মাহিরা খানের মতো প্রতিভাবান পাকিস্তানি তারকারা ভারতীয় ছবি এবং ওয়েব সিরিজ়ে আগের মতোই কাজ করতে পারবেন।

মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত এক ব্যক্তি মুম্বই আদালতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা রুখতে চেয়েছিলেন বরাবরের মতো। আন্তর্জাতিক সুরক্ষা এবং শান্তির কথা মাথায় রেখেই মুম্বই হাইকোর্ট এই অনুমতি দিয়েছে পাকিস্তানের শিল্পীদের।

Next Article