রাস্তার ওপর পড়ে রক্তমাখা ভ্রূণ! ঘুরে বেড়াচ্ছে পিঁপড়ে
Purbo Medinipur: শান্তিপুরের একটি নার্সিংহোমের পাশেই সকালে ওই ভ্রূণটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পূর্ব মেদিনীপুর: রাস্তার মতো রক্ত মাখা একটা মাংসপিণ্ড পড়ে থাকতে দেখেছিলেন পথ চলতি সাধারণ মানুষ। প্রথমে ব্যাপারটা আঁচ করতে পারেননি তাঁরা। পরে কাছে গিয়ে দেখেন ছোট্ট একটা মাথার মতো অংশ রয়েছে তাতে। বোঝা যায় এটি আসলে একটি ভ্রূণ! কিন্তু ক্ষতবিক্ষত। পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে শরীরের ওপর দিয়ে। মর্মান্তিক ঘটনা কোলাঘাটের শান্তিপুর গ্রামে।
শান্তিপুরের একটি নার্সিংহোমের পাশেই সকালে ওই ভ্রূণটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গর্ভপাতের পর ভ্রূণটি এখানে ফেলে দেওয়া হয়েছে। রাস্তার ওপর পড়ে ছিল চাপ চাপ রক্তও। প্রত্যক্ষদর্শী এক মহিলার কথায়, “ভ্রূণটিকে পড়ে থাকতে দেখি। নার্সিংহোমে গিয়ে খবর দিই। নার্স চিকিত্সকরা প্রথমে গ্রাহ্য করেনি।”
স্থানীয়দের দাবি, এই নার্সিংহোম হওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে এলাকায় । যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি এই ঘটনার সাথে তাদের কোনেও সম্পর্ক নেই। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ পৌঁছে ভ্রূণটিকে উদ্ধার করে নিয়ে যায়। আরও পড়ুন: তলপেটে সেলাইয়ে লাথি, চেয়ার থেকে টেনে ছুড়ে ফেলা হল নার্সকে! ‘ঘৃণ্য’ ঘটনা মুর্শিদাবাদে