আমদাবাদ: ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আইপিএলে (IPL 2022) পা দেন শুভমন গিল (Shubman Gill)। বিশ্ব ক্রিকেটের বিলিয়ান ডলার লিগে শুভমনের প্রথম ঠিকানা ছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এ বার সেই ঠিকানা বদলে শুভমন গুজরাত টাইটান্সে (Gujrat Titans)। কলকাতা ছাড়ার একটা দুঃখ আছে। কিন্তু পেশাদার ক্রিকেটারকে আবেগ সরিয়ে রেখে এগিয়ে যেতে হয়। সেটাই করছেন পঞ্জাবের ক্রিকেটার শুভমন গিল। নিলামে নাম ওঠেনি তাঁর। নিলামের আগেই হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাজ টাইটান্স তাঁকে দলে নিয়েছে। নতুন ফ্রাঞ্চাইজির হয়ে নামার জন্য নতুন ভাবে তৈরি হয়েছেন ভারতীয় ক্রিকেটার। এ বার তাঁর ঝুলিতে আছে নতুন কিছু শট। শুভমন নিজেই সে কথা বলছেন। এ বারের লিগে আর এক নতুন দল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে গুজরাত। নতুন দলের জার্সিতে নতুন ভাবে শুরু করতে চান শুভমন।
নতুন দলের হয়ে মাঠে নামার আগে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া ইন্টারভিউয়ে শুভমন জানিয়েছেন, “কোনও দল যদি কোনও ক্রিকেটারকে রিটেইন করে তা হলে সেটা একটা বাড়তি পাওয়া। কিন্তু সেটা আমার সঙ্গে এ বার হয়নি। তবে সেটা নিয়ে বেশি মাথা ঘামাতে চাই না। আমি এখন গুজরাট টাইটান্সের ক্রিকেটার। সামনে বড় চ্যালেঞ্জ। আশু ভাই (আশিস নেহরা) ও গ্যারি কার্স্টেন আছেন। ওঁদের সঙ্গে কিছু কথা হয়েছে। আমি আত্মবিশ্বাসী দল হিসেবে আমরা ভালো ফল করব।”
কলকাতা নাইট রাইডার্সে মিডল অর্ডারে শুরু করলেও পরে তাঁকে দেখা যায় ওপেনার হিসেবে। ক্রিকেট মহলের মতে, মোটের ওপর বেশ সফল ওপেনার শুভমন। পঞ্জাবের তরুণ ক্রিকেটার গুজরাতের হয়ে কোথায় ব্যাটিং করতে চান? “যদি আমায় প্রশ্ন করেন, ব্যক্তিগত ভাবে আমি টপ অর্ডারে ব্যাটিং করতে পছন্দ করি। কিন্তু দল যদি আমাকে নিয়ে অন্য কোনও পরিকল্পনা করে থাকে, আমি তৈরি।
আইপিএলের মারকাটারি ক্রিকেটেও শুভমন ক্লাসিকাল ক্রিকেটের ওপর ভারসা রাখেন। কপি বুক শটে ভর করেই ১২৪ স্ট্রাইকরেট তাঁর। তবে এ বার ঝুলিতে নতুন কিছু নিয়ে ২২ গজে নামতে তৈরি শুভমন গিল। “আমি নিজের শক্তির ওপর ভরসা রেখেই এগোতে চাই। বোলারের মাথার ওপর দিয়ে শট মারাটাই আমার প্রথম পছন্দ। কিন্তু কিছু সময় এমন কিছু উইকেটে খেলতে হয় যেখানে কপি বুক শট নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই একজন ক্রিকেটার হিসেবে আমায় আরও নতুন কিছু শট শিখতে হয়েছে, যাতে মাঠের সব দিকে শট খেলতে পারি। এর মাঝে আমায় কিছু নতুন শট নিতেও দেখতে পারেন।”