Shovan-Sohini Relationship: প্রকাশ্যেই সোহিনীর সঙ্গে প্রেমের কথা স্বীকার শোভনের
Shovan-Sohini Relationship: পুজোর সময় অনেক বেশি আকর্ষণ কেড়েছিল এই জুটির মেলামেশা। যদি একসঙ্গে একটি ফ্রেমে ধরা দিচ্ছিলেন না তাঁরা। কিন্তু বৃহস্পতিবার (২ নভেম্বর, ২০২৩) ফেসবুকে 'অনলি ফ্রেন্ডস' আইকনে ক্লিক করে সোহিনীর সঙ্গে কিছু মাখোমাখো ছবি শেয়ার করেছেন শোভন। ক্যাপশন আরও মাখোমাখো।
একজন গানের জগতের প্রতিষ্ঠিত শিল্পী, অন্যজন পরিচালকদের নিরিখে ‘ইন্টেলিজেন্ট’ অভিনেত্রী। এই দুই তারকাকে নিয়ে কিছুদিন থেকেই চর্চা চলছে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে নাকি প্রেম করছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। যদিও এ ব্যাপারে কোনও কথাই বলছেন না শোভন-সোহিনী কেউই। তবে টলিপাড়ার গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিত্য মেলামেশার ছবি দেখে ঠাহর করতে অসুবিধে হয় না যে, ‘বাতাসে বহিছে প্রেম…’
পুজোর সময় অনেক বেশি আকর্ষণ কেড়েছিল এই জুটির মেলামেশা। যদি একসঙ্গে একটি ফ্রেমে ধরা দিচ্ছিলেন না তাঁরা। কিন্তু বৃহস্পতিবার (২ নভেম্বর, ২০২৩) ফেসবুকে ‘অনলি ফ্রেন্ডস’ আইকনে ক্লিক করে সোহিনীর সঙ্গে কিছু মাখোমাখো ছবি শেয়ার করেছেন শোভন। ক্যাপশন আরও মাখোমাখো। সর্বস্ব উজাড় করে দেওয়া ক্যাপশনে শোভন লিখেছেন, “শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল…” এইভাবেই কি সম্পর্কে সীলমোহর বসিয়ে দিলেন শোভন। যদিও সোহিনী কোনও প্রতিক্রিয়া দেন না। তবে শোভনকে আলিঙ্গনের মধ্যেই প্রকাশ পাচ্ছে তাঁদের রসায়ন কতখানি জমাটি। সম্ভবত কোথাও বেড়াতে গিয়েছেন এই জুটি। প্রকৃতির কোলে করেছেন ছবি পোস্ট।
এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। অনেক দিনের প্রেম তাঁদের। সম্পর্ক ভাঙার পরও তা জোড়া লেগে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তারপরই শোভনের প্রবেশ ঘটে কোনও এক কনে দেখা বিকেলে। অন্যদিকে শোভনের জীবনে প্রেম এসে একাধিকবার। গায়িকা ইমন চক্রবর্তী, অভিনেত্রী স্বস্তিকা দত্ত… কিন্তু সোহিনীর জন্যই শোভন তুলে রাখলেন তাঁর শেষ সবকিছু।