SRH vs RCB, IPL 2022 Match 54 Result: ৬৭ রানে জিতে প্লে অফের দোরগোড়ায় আরসিবি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 08, 2022 | 7:45 PM

Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore Live Score in Bangla: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs RCB, IPL 2022 Match 54 Result: ৬৭ রানে জিতে প্লে অফের দোরগোড়ায় আরসিবি
সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জদার্স ব্যাঙ্গালোর।

Follow Us

মুম্বই: আইপিএলে (IPL 2022) সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ৬৭ রানে হারিয়ে প্লে অফের দোরগোড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসি। খেলা শুরু হওয়ার প্রথম বলেই আউট বিরাট কোহলি। জগদীশ সুচিথের বলেই হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট। আইপিএলে এই নিয়ে ৬ বার প্রথম বলে আউট হলেন বিরাট কোহলি। তার মধ্যে ৩ বারই এ বারের আইপিএলে। চলতি আইপিএলে দু বারই হায়দরাবাদের বিরুদ্ধে গোল্ডেন ডাক আউট কোহলি।  তবে দলের প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলের ইনিংসকে টেনে তোলেন ফাফ ডুপ্লেসি-রজত পাতিদার জুটি। জুটিতে ওঠে ১০৫ রান। ৪৮ রান করেন রজত। হাফসেঞ্চুরি করেন ডুপ্লেসি। আইপিএল কেরিয়ারে ২৫ বার হাফসেঞ্চুরি করলেন প্রোটিয়া ব্যাটার। এ বারের আইপিএলে এটি ডুপ্লেসির তৃতীয় হাফসেঞ্চুরি। শেষ বেলায় ৮ বলে ৩০ রানের ঝোড়ো ব্যাটিং দীনেশ কার্তিকের। ৭৩ রানে অপরাজিত থাকেন ডুপ্লেসি। ১৯২ রান করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় হায়দরাবাদ। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার কেন উইলিয়ামসন আর অভিষেক শর্মা। ২১ রানে আউট হন মার্করাম। ১৯ রানে পুরানকে ফেরান হাসারাঙ্গা। ৫৮ রান করেন রাহুল ত্রিপাঠী। ৫ উইকেট নেন হাসারাঙ্গা। ১২৫ রানে অলআউট হায়দরাবাদ।

 

 

Key Events

দুরন্ত ডুপ্লেসি

৭৩ রানের অনবদ্য ইনিংস ডুপ্লেসির

অনবদ্য হাসারাঙ্গা

৫ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 May 2022 07:24 PM (IST)

    ৬৭ রানে জয়ী আরসিবি

    ১২৫ রানে শেষ হায়দরাবাদের ইনিংস

  • 08 May 2022 06:58 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    হ্যাজেলউডের বলে ৫৮ রানে আউট রাহুল ত্রিপাঠী


  • 08 May 2022 06:55 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভার শেষে হায়দরাবাদের স্কোর  ১১০/৫

    • ৩০ বলে দরকার ৮২ রান
  • 08 May 2022 06:50 PM (IST)

    সুচিথ আউট

    হাসারাঙ্গার বলে ২ রানে স্টাম্প আউট সুচিথ

  • 08 May 2022 06:17 PM (IST)

    মার্করাম আউট

    হাসারাঙ্গার বলে ২১ রানে ক্যাচ আউট মার্করাম

  • 08 May 2022 06:06 PM (IST)

    পাওয়ার প্লে-র খেলা শেষ

    ৬ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৩৯/২

    • রাহুল ব্যাটিং ২২
    • মার্করাম ব্যাটিং ১৭

     

     

  • 08 May 2022 05:48 PM (IST)

    আউট অভিষেক শর্মা

    গ্লেন ম্যাক্সওয়েলের বলে শূন্য রানে বোল্ড আউট অভিষেক শর্মা।

     

     

  • 08 May 2022 05:48 PM (IST)

    আউট উইলিয়ামসন

    কোনও বল না খেলেই রান আউট কেন উইলিয়ামসন।

     

     

  • 08 May 2022 05:22 PM (IST)

    আরসিবির ইনিংস শেষ

    ২০ ওভারের ব্যাঙ্গালোরের স্কোর  ১৯২/৩

  • 08 May 2022 05:11 PM (IST)

    ম্যাক্সওয়েল আউট

    কার্তিক ত্যাগীর বলে ৩৩ রানে আউট গ্লেন ম্যাক্সওয়েল।

  • 08 May 2022 04:48 PM (IST)

    ১৫ ওভারের খেলা শেষ

    ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ১২৫/২

    • ডুপ্লেসি ব্যাটিং ৫৫
    • ম্যাক্সওয়েল ব্যাটিং ১৬
  • 08 May 2022 04:29 PM (IST)

    রজত আউট

    সুচিথের বলে ৪৮ রানে আউট রজত পাতিদার।

  • 08 May 2022 04:28 PM (IST)

    হাফসেঞ্চুরি ডুপ্লেসির

    আইপিএলে ২৫তম হাফসেঞ্চুরি ডুপ্লেসির।

     

     

  • 08 May 2022 04:18 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ১০ ওভার শেষে আরসিবির স্কোর  ৯৩/১

    • ডুপ্লেসি ব্যাটিং ৪৫
    • রজত ব্যাটিং ৪৪
  • 08 May 2022 03:58 PM (IST)

    পাওয়ার প্লে-র খেলা শেষ

    ৬ ওভার শেষে আরসিবির স্কোর ৪৭/১

    • ডুপ্লেসি ব্যাটং ২০
    • রজত ব্যাটিং ২৩
  • 08 May 2022 03:31 PM (IST)

    বিরাট আউট

    খেলার প্রথম বলেই আউট বিরাট কোহলি

     

     

  • 08 May 2022 03:20 PM (IST)

    দুই দলের এগারো

    একনজরে দুই দলের একাদশ

     

     

  • 08 May 2022 03:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের