ICC World Cup 2023: ভারতের বিশ্বকাপ না জেতার কোনও কারণ খুঁজে পাচ্ছি না, কে বলছেন এমন কথা?
Shoaib Akhtar: ধরমশালায় চাপের মুখে বিরাট কোহলি ৯৫ রানের ইনিংস খেলে টিমকে জয়ের রাস্তা দেখিয়েছেন। এই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার যে ভারত, তা মেনে নিচ্ছেন বিশ্লেষকরা। তার কারণ হিসেবে তুলে ধরছেন, রোহিত শর্মার টিমের ভারসাম্য। ব্যাটিং থেকে বোলিং, সব বিভাগেই চমৎকার পারফর্ম করছেন ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে অন্য টিমগুলো ভারতের চ্যালেঞ্জ সামলাতে পারছে না।
নয়াদিল্লি: বিশ্বকাপে পাঁচে-পাঁচ সেরে ফেলেছে ভারতীয় টিম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল যাত্রা। দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডও থামাতে পারেনি ছন্দে থাকা রোহিত শর্মাদের (Rohit Sharma)। ধরমশালায় চাপের মুখে বিরাট কোহলি ৯৫ রানের ইনিংস খেলে টিমকে জয়ের রাস্তা দেখিয়েছেন। এই বিশ্বকাপ (ICC World Cup 2023) জেতার অন্যতম দাবিদার যে ভারত, তা মেনে নিচ্ছেন বিশ্লেষকরা। তার কারণ হিসেবে তুলে ধরছেন, রোহিত শর্মার টিমের ভারসাম্য। ব্যাটিং থেকে বোলিং, সব বিভাগেই চমৎকার পারফর্ম করছেন ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে অন্য টিমগুলো ভারতের চ্যালেঞ্জ সামলাতে পারছে না। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) কিন্তু ভারতকেই সম্ভাব্য় চ্যাম্পিয়ন হিসেবে ধরছেন। কী বলছেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘চাপের মুখে সব সময় সেরাটা দিতে পারে বিরাট। চাপ ওর কাছে সুযোগ হয়ে আসে। সেই সুযোগ কাজে লাগিয়েই সেঞ্চুরি করে। ম্যাচ জেতানো ইনিংস যত খেলে, ইনস্টাগ্রামে ওর ফলোয়ার তত বাড়ে। আর হবে নাই বা কেন, বিরাট এটা যোগ্য।’ ভারতীয় টিমের গভীরতা, ফর্মে থাকা ব্যাটাররা যে কোনও প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। শোয়েবের কথায়, ‘শুভমন গিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট ছিল। রোহিত শর্মা যদি আউট না হত, তা হলে ও কিন্তু ম্যাচটা ছিনিয়ে নিয়ে যেত। যদি লোকেশ রাহুলকে ৩ কিংবা ৪-এ খেলিয়ে দেওয়া হয়, তা হলে ও-ও যে কোনও টিমকে চাপে ফেলে দিতে পারে। ভারতের ব্যাটিং লেজ কিন্তু অনেক লম্বা।’
শোয়েব আখতার কিন্তু চার ম্যাচ পর বিশ্বকাপে খেলতে নামা মহম্মদ সামির পারফরম্যান্সে মুগ্ধ। তাঁর কথায়, ‘নিউজিল্যান্ড যাতে ৩০০-৩৫০ রান তুলতে না পারে, সেটা নিশ্চিত করেছিল সামি। ওই ম্যাচে একটা বিরাট ভূমিকা নিয়েছিল। হয়তো একটু বেশি রান দিয়েছে, কিন্তু পাঁচটা গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছে। সামি নিজের প্রতিভা তুলে ধরেছিল। ভারতীয় টিম আসলে চমৎকার ব্যাটিং ও বোলিং সমৃদ্ধ টিম। ভারতের বিশ্বকাপ না জেতার কোনও কারণ খুঁজে পাচ্ছি না।’