উত্তর ২৪ পরগনা জেলার মহিলা কলেজ হিসেবে রাজ্যের মধ্যে সামনের সারিতেই রয়েছে দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। ন্যাক-এর তরফে মূল্যায়ণ করে তাদের ‘এ প্লাস’ স্বীকৃতি দেওয়া হয়েছে। মূলত ছাত্রীদের কর্মসংস্থানে এই কলেজ বিশেষ গুরুত্ব দিয়েছে। কলেজের অধ্যক্ষা ড. সোমা ঘোষ জানিয়েছেন, প্রায় ৬০০ জনের বেশি ছাত্রীর কর্মসংস্থান হয়েছে এই কলেজের হাত ধরে।
শুধু প্রথাগত শিক্ষার পাঠ দেয় না হীরালাল কলেজ। তার বাইরেও স্বনিযুক্ত প্রকল্প বাস্তবায়ন করা হয় এই কলেজে। কলেজে রয়েছেন ৮৮ জন অধ্যাপক ও শিক্ষাকর্মী। তাঁদের প্রচেষ্টায় হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন সাফল্যের মুখ দেখেছে।
সারা বাংলা অধ্যক্ষ পরিষদের ৩২ তম বার্ষিক সাধারণ সভার ব্যবস্থাপক হিসেবেও জায়গা করে নিয়েছে এই কলেজ। সেই সভায় শতাধিক কলেজের অধ্যক্ষ উপস্থিত হয়েছিলেন গত ২৮ জুলাই। কলেজ গুলোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সেই সভায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক অশোক দেব, সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, সংগঠনের সভাপতি ডঃ পূর্ণচন্দ্র মাইতি, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনের অধ্যক্ষা ডঃ সোমা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা।