হায়দরাবাদ: ভোটের দিন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির বন্যা বইছে। তবে এবার তেলঙ্গানায় (Telangana) নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির তথাকথিত সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “বিজেপি তেলঙ্গানার ক্ষমতায় এলে অনগ্রসর শ্রেণি থেকে মুখ্যমন্ত্রী হবে।”
শুক্রবার তেলঙ্গানার সূর্যাপেট এলাকায় নির্বাচনী প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এক নির্বাচনী জনসভা করেন তিনি। সেই জনসভা থেকে একযোগে বিআরএস সরকার ও কংগ্রেসকে তোপ দাগেন শাহ। কেসিআরের দেওয়া প্রতিশ্রুতি ও তার বাস্তবায়ন নিয়ে বিআরএস সরকারকে তীব্র কটাক্ষ করেন অমিত শাহ। এপ্রসঙ্গেই পুরানো প্রতিশ্রুতির কথা তুলে মুখ্যমন্ত্রী কেসিআরের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, “ক্ষমতায় এলে অনগ্রসর শ্রেণির লোকেদের ৩ একর করে জমি দেওয়ার কথা বলেছিলেন। ক্ষমতায় আসার পর কোথায় গেল সেই প্রতিশ্রুতি?” একইসঙ্গে তাঁর অভিযোগ, “বিআরএস ও কংগ্রেস কখনও তেলঙ্গানার জনগণের জন্য কিছু করতে চায়নি। এই দলগুলি সরকারে এলে কেবল তাদের পরিবারের কল্যাণের জন্য কাজ করে। দুটি দলই দরিদ্রদের বিষয়ে ভাবে না।” এরপরই মুখ্যমন্ত্রী পদ নিয়ে শাহ বলেন, “বিজেপি তেলঙ্গনার ক্ষমতায় এলে অনগ্রসর শ্রেণির একজন মুখ্যমন্ত্রী হবেন।”
এদিন অমিত শাহ পুনরায় বিআরএস ও কংগ্রেসকে পরিবারতান্ত্রিক দল নিয়ে খোঁচা দেন। শাহ বলেন, “কেসিআর নেতৃত্বাধীন বিআরএস এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস তেলঙ্গানায় বিজেপির বিরুদ্ধে কাজ করে, কিন্তু তেলঙ্গানার জনগণের ভালোর জন্য কিছু করে না। কেসিআর মুখ্যমন্ত্রী হিসাবে কেটিআর-কে করার পরিকল্পনা করছেন এবং সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীকে বসাতে চাইছেন।”
এদিন নির্বাচনী জনসভা শেষে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেন অমিত শাহ। মূলত, দলীয় নেতাদের নির্বাচন সম্পর্কিত গাইডলাইন দেন তিনি। আগামী ৩০ নভেম্বর এক দফায় ভোট হবে তেলঙ্গানায়। ফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।