
সাফারিতে যেতে পছন্দ করেন? কিংবা সময় হলেই বেরিয়ে পড়েন অভয়ারণ্য ঘুরতে? তাহলে এই ভিডিয়োটি আপনার অবশ্যই দেখা উচিত। হাতিকে শান্ত, বুদ্ধিমান এবং আবেগপ্রবণ প্রাণী বলেই মনে করা হয়। কিন্তু এই হাতির সামনেই আপনার গাড়ি পড়লে, সে তার অবস্থা কী করতে পারে, তা ধারণাও নেই আপনার। আর সেই ধারণাই আপনাকে দিতে পারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি। সম্প্রতি শ্রীলঙ্কা থেকে এমনই একটি ঘটনা সামনে এসেছে। যা সবাইকে অবাক করেছে। কী এমন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয়?
ভাইরাল হওয়া ভিডিয়োটি শ্রীলঙ্কার ইয়ালা ন্যাশনাল পার্কের বলে জানা গিয়েছে। যেখানে অস্ট্রেলিয়ান এক ব্যক্তি ক্ষুধার্ত হাতির দেখা পান। গাড়িটি পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় ঘন গাছ থেকে একটি হাতি এসে তাদের গাড়ির কাঁচ ভেঙ্গে খাবার চুরি করে নিয়ে যায়। হাতি গাড়িটিকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে আসে। ফলে চালকের হাতে সেই সময়টাও ছিল না যে, তিনি পালাবেন। ফলে হাতিটি গাড়ির জানলা থেকে একে একে সব খাবার চুরি করে নেয়। গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা তার দিকে খাবার এগিয়ে দিলেও সে তা নিতে নারাজ। যতটুকু সে পেয়েছে নিয়ে নিয়েছে। সব কিছু নেওয়ার পরে তার শুঁড়টি গাড়ি থেকে বের করে নেয়।
This is what happens when elephants get used to being fed by humans in passing vehicles!! pic.twitter.com/t56QpEIA9y
— Evarts (@r_evarts) December 12, 2023
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তিনি ভিডিয়ো শেয়ার করেছেন। এখনও পর্যন্ত 30 হাজারের বেশি মানুষ দেখেছেন এবং কমেন্ট করে তাদের মতামত জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “সত্যিই, এই দৃশ্যটি যে কাউকে অবাক করে দিতে পারে।”