Panchayat Elections 2023: আড়াই ঘণ্টা রাজভবনে রাজীব সিনহা, রাজ্যপালের সঙ্গে কী নিয়ে হল আলোচনা?
Panchayat Elections 2023: তবে এই সাক্ষাৎ নিয়ে এদিন সকালেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, "আমি রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকিনি। রাজ্য নির্বাচন কমিশনের থেকে রাজ্যপালের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে।
কলকাতা: অবশেষে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার। রবিবার নির্বাচন কমিশনার (State Election Commission) রাজীব সিনহা দেখা করেন রাজ্য সিভি আনন্দ বোসের সঙ্গে। এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে পৌঁছন রাজ্য নির্বাচন কমিশনার। দীর্ঘক্ষণ ভিতরেই ছিলেন তিনি। রাজভবন থেকে যখন কমিশনার বেরিয়ে আসেন তখন ঘড়ির কাঁটা ৭টা বেজে ৩৫ মিনিটে। অর্থাৎ ২ ঘণ্টা ৫ মিনিট রাজভবনেই ছিলেন কমিশনার। তবে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি রাজীব সিনহা।
তবে এই সাক্ষাৎ নিয়ে এদিন সকালেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, “আমি রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকিনি। রাজ্য নির্বাচন কমিশনের থেকে রাজ্যপালের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে। আমি পঞ্চায়েত ভোট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। সেই বিষয়গুলো ইতিমধ্যেই তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি তিনি রাজি থাকেন তাহলে যে কোনওদিন আসতে পারেন।”
এদিন রাজ্যপাল বোস ও রাজীব সিনহার মধ্যে কী আলোচনা হল, তা নিয়ে কোনওপক্ষই প্রকাশ্যে এখনও কিছু জানাননি। তবে সূত্রের খবর, কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা ঠিক করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই তালিকা নিয়েই রাজীব সিনহা এদিন রাজভবনে গিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় কত মোতায়েন হবে, এদিন তা নিয়ে বাহিনীর কর্তাদের পাশাপাশি রাজ্যপালকেও অবগত করেন রাজ্য নির্বাচন কমিশনার।