Mamata Banerjee on Police: বগটুইয়ে পুলিশের ভূমিকায় খুশি নন, তবু বুঝিয়ে দিলেন রাজ্য পুলিশেরই পাশে তিনি
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে আছেন। রবিবার সেই সফরের প্রথম দিনে শিলিগুড়িতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি।
শিলিগুড়ি: বারবারই বিরোধীরা অভিযোগ তুলেছে, এ রাজ্যে পুলিশ প্রশাসন সরকারের হাতের পুতুল। এখানে আইনের শাসন চলে না। শাসকদলের কথাতেই পুলিশ প্রশাসন ওঠবস করে বলেও একাধিকবার বলতে শোনা গিয়েছে বাম, বিজেপি সমস্ত শিবিরকেই। যে কোনও ঘটনায় প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশের ভূমিকা। বগটুইকাণ্ডের পরও একই ঘটনা ঘটেছে। পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত তুলেছেন শুভেন্দু অধিকারীরা। আর এরই মধ্যে রাজ্য পুলিশের হয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বগটুইয়ে পুলিশের ভূমিকা যে সন্তোষজনক নয় তা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও। তবে হাতে গোনা কয়েকজনের জন্য সমস্ত পুলিশকে দোষারোপ করার মধ্যে বাংলার প্রতি বিরোধীদের বঞ্চনার প্রবণতাই লক্ষ্য করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে আছেন। রবিবার সেই সফরের প্রথম দিনে শিলিগুড়িতে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই প্রসঙ্গে বলেন, “হ্যাঁ পুলিশের ভুল ছিল প্রথমে। খুন হয়ে যাওয়ার পর ওদের আশঙ্কা করা উচিৎ ছিল। সে জায়গায় পুলিশের ভুল আছে। আমরা ব্যবস্থা নিয়েছি।” এরপরই তিনি বলেন, “দুর্গাপুজো হলে পাহারা দেবে রাজ্যের পুলিশ। খেলা হলে, মেলা হলে পাহারা দেবে রাজ্যের পুলিশ। দুর্ঘটনা হলে দেহ উদ্ধার করবে রাজ্যের পুলিশ। কোভিড হলে জীবন দিয়ে লড়াই করবে রাজ্যের পুলিশ। আর একটা ঘটনা ঘটলে, যদি একজনের দোষ হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরও গোটা পুলিশকে খারাপ বলে দিচ্ছে। যদি কাল একটা পুলিশও রাস্তায় না নামে। একটা পুলিশও খেলা, মেলা, ট্রাফিক না সামলায়, যদি পরীক্ষাকেন্দ্রের বাইরে ওরা না যায়, আমরা রাতে ঘুমোলে ওরা পাহারা না দেয় তবে কি দিল্লি থেকে পুলিশ এসে নিরাপত্তা দেবে?”
এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, মায়ের পাঁচটা সন্তান যেমন একইরকম হয় না, এক পেশায় সকলেই একরকম হবে এমনটা প্রত্যাশারও কোনও কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “বাংলা সবথেকে শান্তির জায়গা। রিপোর্টগুলো দেখলে বুঝতে পারবেন। দিল্লি থেকে সংবাদমাধ্যম চলে এসেছে। মানে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য বাংলা খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খুব খারাপ। বাংলার বদনাম করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করো। আসলে ওরা জানে বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র লড়তে পারে, আর কেউ পারে না।”
আরও পড়ুন: CM Mamata Banerjee: রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে, শিলিগুড়িতে বললেন মমতা