সম্প্রতি 'অ্যানিম্যাল' জ্বরে কাবু গোটা দেশ। সন্দীপ রেড্ডি ভাঙ্গার আলফা মেলকে নিয়ে উচ্ছ্বাস চরমে। এই অ্যানিম্যালই যদি তৈরি হত বাংলায়, তাও ৯০-এর দশকে, কে কোন চরিত্রে অভিনয় করতেন। TV9 বাংলা বলছে না, বিষয়টি নিয়ে মিম তৈরি হয়েছে ইতিমধ্যেই।
৯০-এর দশকে তৈরি হলে 'অ্যানিম্যাল'-এ রণবীর কাপুর অভিনীত রণবিজয় চরিত্রে অভিনয় করতেন চিরঞ্জিত চক্রবর্তী।
ছবিতে অনিল কাপুর অভিনয় করেছেন রণবিজয়ের বাবা বলবীরের চরিত্রে। বাংলা সেই চরিত্রে হয়তো কাস্ট করা হত কালী বন্দ্যোপাধ্যায়কে।
রণবিজয়ের প্রেমিকা গীতাঞ্জলির চরিত্রে দেখা যায় রশ্মিকা মন্দানাকে। সেই চরিত্রটি হয়তো বাংলা হলে করতেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এবং যে অভিনেত্রী ছবির সমস্ত ক্ষীর খেয়ে রশ্মিকার লাইমলাইট কেড়ে নিলেন সেই তৃপ্তি দিমরির (চরিত্রের নাম জ়োয়া) জায়গায় কাস্ট হতেন মুনমুন সেন, যেদিন ছবিটা বাংলায় হত।
এবার আসা যাক খলনায়কের প্রসঙ্গে। 'অ্যানিম্যাল'-এ ববি দেওলকে দেখা যায় আব্রার হকের চরিত্রে। ছবি বাংলায় হলে সেই চরিত্রে হয়তো কাস্ট হতেন সেই সময়কার একচেটিয়া খল-অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়।