Sherlyn Chopra: টাকার জন্য অচেনা পুরুষের শয্যাসঙ্গী হয়েছি! বিস্ফোরক স্বীকারোক্তি বলিউড অভিনেত্রীর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 05, 2022 | 7:50 PM

Sherlyn Chopra: বিস্ফোরক স্বীকারোক্তি বলিউড অভিনেত্রীর। অভিনেত্রীর নাম শার্লিন চোপড়া। টাকার প্রয়োজন ছিল। আর সে কারণেই অচেনা পুরুষের শয্যাসঙ্গী হতেও দ্বিধাবোধ করেননি-- দাবি শার্লিনের।

1 / 5
বিস্ফোরক স্বীকারোক্তি বলিউড অভিনেত্রীর। অভিনেত্রীর নাম শার্লিন চোপড়া। টাকার প্রয়োজন ছিল। আর সে কারণেই অচেনা পুরুষের শয্যাসঙ্গী হতেও দ্বিধাবোধ করেননি-- দাবি শার্লিনের।

বিস্ফোরক স্বীকারোক্তি বলিউড অভিনেত্রীর। অভিনেত্রীর নাম শার্লিন চোপড়া। টাকার প্রয়োজন ছিল। আর সে কারণেই অচেনা পুরুষের শয্যাসঙ্গী হতেও দ্বিধাবোধ করেননি-- দাবি শার্লিনের।

2 / 5
ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুযায়ী এই স্বীকারোক্তি নিজেই টুইটারে করেছিলেন তিনি। জানিয়েছিলেন সঙ্গম তাঁর বড়ই প্রিয়। কিন্তু নিজেকে 'মন্দ মেয়ে' বলে দাগিয়ে দিতে চান না তিনি।

ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুযায়ী এই স্বীকারোক্তি নিজেই টুইটারে করেছিলেন তিনি। জানিয়েছিলেন সঙ্গম তাঁর বড়ই প্রিয়। কিন্তু নিজেকে 'মন্দ মেয়ে' বলে দাগিয়ে দিতে চান না তিনি।

3 / 5
নিজের শর্তে বাঁচতে চান, নিজের মতো করে সাজিয়ে নিতে চান নিজস্ব পৃথিবী। শার্লিন চোপড়া এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তিনি।

নিজের শর্তে বাঁচতে চান, নিজের মতো করে সাজিয়ে নিতে চান নিজস্ব পৃথিবী। শার্লিন চোপড়া এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তিনি।

4 / 5
তাঁর অভিযোগ সাজিদ তাঁকে যৌনাঙ্গ প্রদর্শন করেন। থানায় সাজিদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন। যদিও শার্লিন চোপড়ার দাবি, তাঁর সব অভিযোগ গ্রহণ করেও পুলিশ নীরব।

তাঁর অভিযোগ সাজিদ তাঁকে যৌনাঙ্গ প্রদর্শন করেন। থানায় সাজিদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন। যদিও শার্লিন চোপড়ার দাবি, তাঁর সব অভিযোগ গ্রহণ করেও পুলিশ নীরব।

5 / 5
কারণ হিসেবে তাঁর বক্তব্য, সাজিদের মাথায় নাকি সলমনের হাত আছে, তাই কেউ চাইলেও ধরা যাবে না তাঁকে। পাওয়া যাবে তাঁর নাগাল।

কারণ হিসেবে তাঁর বক্তব্য, সাজিদের মাথায় নাকি সলমনের হাত আছে, তাই কেউ চাইলেও ধরা যাবে না তাঁকে। পাওয়া যাবে তাঁর নাগাল।

Next Photo Gallery