Amazon river dolphin: কোথায় গেলে দেখতে পেলে দেখতে পাবেন গোলাপি ডলফিন?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Updated on: Feb 15, 2023 | 7:31 PM

অপূর্ব গোলাপি রঙের চেহারা।তার সৌন্দর্যে ধাঁধায় পড়তে পারে সমস্ত পুরুষ ডলফিন।গোলাপি ডলফিনকে পর্তুগিজ ভাষায় বোতো বলে।

ডলফিনের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে।অপূর্ব গোলাপি রঙের চেহারা।তার সৌন্দর্যে ধাঁধায় পড়তে পারে সমস্ত পুরুষ ডলফিন।গোলাপি ডলফিনকে পর্তুগিজ ভাষায় বোতো বলে। অ্য়ামাজন রিভার ডলফিন বা পিঙ্ক রিভার ডলফিন নামেই এরা বেশি পরিচিত।গোলাপি ডলফিনরা কিন্তু মিঠা জলে থাকে।

এই ডলফিনরা শুধু নদী আর খালেই থাকে, কখনওই নোনা জলে যায় না।অ্য়ামাজনের গোলাপি ডলফিনরা শুধু অ্য়ামাজন নদীতেই থাকে।এদের প্রধান খাবার মাছ।এদের লম্বা ঠোঁট থাকে আর ২৫ থেকে ২৮ জোড়া বড় দাঁত থাকে।এই দাঁতের সাহায্যেই এরা শিকার ধরে।পূর্ণ বয়স্ক একটি পুরুষ গোলাপি ডলফিনের ওজন ১৮৫ কিলোগ্রাম পর্যন্ত হয়।এদের দৈর্ঘ্য হয় আড়াই মিটার পর্যন্ত।একটি পূর্ণ বয়স্ক স্ত্রী গোলাপি ডলফিনের ওজন প্রায় ১৫০ কিলোগ্রাম। বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, পেরু এবং অন্যান্য দেশে এই গোলাপী ডলফিনদের দেখা যায়।আমাজন নদীর ডলফিনের দাঁতের আকৃতি মানুষের মতো।

এরা বিশেষ করে শান্ত প্রজাতির হয়।এই প্রজাতির ডলফিন ৪০ বছর পর্যন্ত জীবিত থাকে।গোলাপি ডলফিনের জনসংখ্যা দূষণ, জাহাজ এবং অতিরিক্ত মাছ ধরার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে।এই গোলাপি ডলফিন জলের উপরে 20 ফিট পর্যন্ত লাফাতে পারে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla