Remedies for Dark Private Part: আত্মবিশ্বাস ফিরে পান, গোপনাঙ্গের কালচে দাগ কমাতে এই ৩ সেরা ঘরোয়া উপায় কাজে লাগান
মুখে ব্রণর দাগ, বগলে ও কাঁধের পাশে কালো দাগছোপের সমস্যা অনেকেরই দেখা যায়। তবে শরীরের আর এক জায়গায় হয় কালচে দাগ। যা নিয়ে অনেকে কথা বলতেও লজ্জা পান। সেই দাগ হল গোপনাঙ্গের কালো দাগ। তা দূর করবেন কীভাবে?
কেমিক্যাল নয়, ঘরোয়া যত্নেই ফিরে পান গোপনাঙ্গে প্রাকৃতিক উজ্জ্বলতাImage Credit source: Canva
মুখে ব্রণর দাগ, বগলে ও কাঁধের পাশে কালো দাগছোপের সমস্যা অনেকেরই দেখা যায়। তবে শরীরের আর এক জায়গায় হয় কালচে দাগ। যা নিয়ে অনেকে কথা বলতেও লজ্জা পান। সেই দাগ হল গোপনাঙ্গের কালো দাগ। এই বিচ্ছিরি দাগ দূর করতে কেমিক্যালে নয়, ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। উরুর ঘর্ষণ, টাইট পোশাক, ওয়াক্স/শেভের পর জ্বালা, ঘাম, হরমোনজনিত পরিবর্তন বা বংশগত কারণ এসব মিলেই গোপনাঙ্গের আশেপাশে (বিকিনি লাইন, ইনার থাই, ইনগুইনাল ফোল্ড) ত্বক একটু গাঢ় দেখাতে পারে। এটা কোনও রোগ নয়। সঠিক যত্ন নিলে ধীরে ধীরে অনেকটাই ফিকে হয়। কেমিক্যাল ব্লিচ বা র্যান্ডম ইনস্টাগ্রাম টোটকা নয়, নিরাপদ, কোমল আর ধারাবাহিক যত্নই এখানে কাজ দেবে।
১) দই–ওটস–মধু জেন্টল এক্সফোলিয়েটর (সপ্তাহে ২ বার)
কেন কাজ করে: দইয়ের ল্যাকটিক অ্যাসিড হালকা কেমিক্যাল এক্সফোলিয়েশন দেয়, ওটস শীতল করে ও মাইক্রো-এক্সফোলিয়েট করে, মধু ত্বক নরম করে ও হাইড্রেটেড রাখে।
বানাতে যা লাগবে: টক দই ২ টেবিল চামচ, ওটস গুঁড়ো ১ টেবিল চামচ (ব্লেন্ডারে হালকা ভেঙে নিন), মধু ১ চা চামচ।
যেভাবে লাগাবেন: সব মিশিয়ে ঘন পেস্ট বানান। পরিষ্কার, শুকনো ত্বকে পাতলা লেয়ার দিন। ৮–১০ মিনিট রেখে দিন। ভেজা আঙুলে হালকা ঘষে গোল করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। জোরে ঘষবেন না।
কত দিনে ফল: ৩–৪ সপ্তাহে টেক্সচার স্মুথ হবে, ৬–৮ সপ্তাহে রঙে হালকা পরিবর্তন হবে।
ঘরোয়া উপায়ে এ বার পান উজ্জ্বল গোপনাঙ্গ। (Photo Credit- Fiordaliso/Moment//Getty Images)
মাথায় রাখবেন – লেবুর রস, বেকিং সোডা, টুথপেস্ট, হাইড্রোজেন পার-অক্সাইড, ব্লিচ গোপনাঙ্গের কালো জায়গায় ব্যবহার নিষেধ (রসায়নিক বার্ন ও রিবাউন্ড ডার্কেনিং হতে পারে)। উপরিল্লিখিত সব মিশ্রণ শুধু বাহ্যিক ত্বকে ব্যবহার করবেন। কোনওটাই কখনও ইন্টারনাল জেনিটাল অংশে নয়। প্রথমে সবসময় প্যাচ টেস্ট করুন (কনুই/উরুর ভেতরের দিকে একবার দেখতে হবে)। জ্বালা/র্যাশ হলে ব্যবহার বন্ধ করুন। ত্বকের রঙ পরিবর্তন কোনওরকম রোগ নয়, এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। যদি ওই কালচে ভাবে উজ্জ্বলতা ফেরাতে চান, তা হলে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়েই সমস্যার সমাধান পেতে পারেন।