
চুল উঠতে উঠতে উঁকি দিচ্ছে টাক? সস্তার এই ৩ তেলেই পাবেন সমাধানImage Credit source: Canva
চুল পড়ার সমস্যা আজকাল ঘরে ঘরে অনেকের মধ্যে দেখা যাচ্ছে। পুরুষ-মহিলা অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। বর্ষাকালে চুল পড়ার সমস্যা আরও বেশি হয়। অনেকে চুল পড়তে শুরু করলেই দামি দামি পণ্য হাতে তুলে নেন। বেশ কয়েকটি প্রাকৃতিক তেল এমন রয়েছে যেগুলো ঠিক মতো চুলে মাখলে তা ঝরা কমে। চলুন জেনে নেওয়া যাক সেই তেল কী কী?
কোন ৩ তেল চুল পড়া কমাবে?
- নারকেল তেল (Coconut Oil) – চুলের একেবাড়ে গোড়ায় ঢুকে ময়েশ্চার করে ও প্রোটিন ধরে রাখে। অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে নারকেল তেলে, তাই খুশকি কমে। মাথার ত্বক ঠান্ডা রাখে ও রক্তসঞ্চালন বাড়ায়। এবং চুল বড় করতে সাহায্য করে।
- ক্যাস্টর অয়েল (Castor Oil) – এতে আছে রাইসিনোলিক অ্যাসিড, যা মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায়, চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। এই তেল মাখলে চুলে ঘনত্ব বাড়ে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। যেখানে চুল বেশি পড়ছে, সেই জায়গায় ক্যাস্টর অয়েল লাগিয়ে মালিশ করতে পারেন। যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে বা গ্যাপে নতুন চুল গজাতে চান, তারা এই তেল মাখতে পারেন।
- আমন্ড অয়েল (Almond Oil) – আমন্ড অয়েলে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ফ্যাটি অ্যাসিড। যা চুলের গোড়া মজবুত করে, উজ্জ্বল ভাব বাড়ায় ও চুলকে নরম করে তোলে। চুলের ড্রাই অর্থাৎ শুষ্ক ভাব কমায়, চুল ভেঙে যাওয়া, দু’টো মুখ হয়ে যাওয়ার সমস্যা কমাতে পারে। কেউ নিয়মিত চুলে আমন্ড অয়েল মালিশ করলে চুলের জেল্লা বাড়ে।