Home Decor Tips: ঘরের দুর্গন্ধ দূর করার ৩ মোক্ষম উপায়

অনেকেরই সেই তীব্র গন্ধে গা গুলিয়ে ওঠে। শ্বাসকষ্টের সমস্যা থাকলে তোপ আরও মুশকিল। তার চেয়ে বরং ঘরে সুগন্ধ ছড়াতে মেনে চলতে পারেন এইসব উপায়।

Home Decor Tips: ঘরের দুর্গন্ধ দূর করার ৩ মোক্ষম উপায়

Jul 30, 2024 | 7:58 PM

বর্ষাকাল মানেই চারদিকে সোঁদা গন্ধের ছড়াছড়ি। বন্ধ ঘরে সেই গন্ধ আরও বেশি। দরজা-জানলা খোলা রাখলেও রোদ না উঠলে লাভ হয়না। কিছুতেই যেন গন্ধ যেতে চায় না। অগত্যা ‘রুম ফ্রেশনার’ ব্যবহার করতেই হয়। তবে সেই গন্ধ অত্যন্ত তীব্র। অনেকেরই সেই তীব্র গন্ধে গা গুলিয়ে ওঠে। শ্বাসকষ্টের সমস্যা থাকলে তোপ আরও মুশকিল। তার চেয়ে বরং ঘরে সুগন্ধ ছড়াতে মেনে চলতে পারেন এইসব উপায়।

সুগন্ধি মোমবতি কিনুন। মোমের আলোয় ঘর ভরে উঠবে। সেই সঙ্গে মোমের গন্ধে ঘর হবে সুবাসিত। বিদঘুটে ঘন্ধও থাকবে না। বাড়িতে ডিফিউজার পট থাকলে ভাল। ওর মধ্যেই ছোট মোমবাতি রাখার জায়গা থাকে। এগুলির উপরে গোল চাকতির মতো জায়গায় কয়েক ফোঁটা অ্যারোমা অয়েল ঢেলে মোম জ্বালাতে পারেন। গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়বে আবার সন্ধে বেলা একসঙ্গে মোম্বাতির আলোয় বসে আড্ডা মারতে পারবেন।

আলমারিতে তুলে রাখা ফুলদানি ব্যবহার করার সময় চলে এসেছে। ঘরের টেবিলে রাখা জলভর্তি ফুলদানিতে রজনীগন্ধা রাখলে ঘরের যত ভ্যাপসা গন্ধ, সব চলে যাবে। না হলে রাখতে পারেন বেল অথবা জুঁই ফুল।

ঘর সুগন্ধে ভরিয়ে তোলার কিছু শৌখিন উপায় আছে। জানলায় খসখসের পর্দা লাগাতে পারেন। তার পরে গোলাপ, দারচিনি, ভ্যানিলা এসেন্স মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে স্প্রে করে দিন খসখসের পর্দার গায়ে। ব্যস বাইরে থেকে হাওয়া দিলে খসখসের পর্দা উড়ে গন্ধ ছড়িয়ে পড়বে সারা ঘরে।