ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে ভিটামিন ই। আজকাল অনেকেই ভিটামিন ই ক্যাপসুল কিনে মুখে মাখেন। তবে, এই উপাদান শুধু যে ত্বকের যত্ন নেয় তা নয়। চুলের খেয়াল রাখতেও দুর্দান্ত কাজ করে ভিটামিন ই ক্যাপসুল। চুলের সমস্যা বারো মাস লেগেই থাকে। সেখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে একাধিক সমস্যা এড়াতে পারবেন। ভাল মানের প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা—সবই যখন চুলের যত্নে ব্যবহার করেছেন, এবার ভিটামিন ই ক্যাপসুলের উপরও ভরসা রাখুন। চুলের সমস্যার সমাধান করতে কীভাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন, রইল টিপস।
তেলের সঙ্গে মাখুন ভিটামিন ই ক্যাপসুল
চুলকে ভাল রাখতে তেলের জুড়ি মেলা ভার। হেয়ার অয়েল কেনার সময় দেখে নিন তাতে ভিটামিন ই রয়েছে কি না। যদি না থাকে, তাহলে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস ওই তেলে মিশিয়ে ব্যবহার করুন। এছাড়া নারকেল তেল, আমন্ড অয়েলের মতো তেলে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়েও চুলে মাখতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং চুলের দ্রুত বৃদ্ধি ঘটে। এমনকি ঘনও হয় চুল। খুশকির সমস্যা এড়াতে সাহায্য করে।
ভিটামিন ই ক্যাপসুলের হেয়ার মাস্ক
প্রতি মাসে পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর সময় থাকে না। আর স্পা বেশ খরচ সাপেক্ষ। যে কোনও হেয়ার মাস্কে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। ভিটামিন ই সমৃদ্ধ হেয়ার মাস্কও বাজারে পাওয়া যায়। সেটাও ব্যবহার করতে পারেন। ভিটামিন ই-তে ভরপুর হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকবে। চুলের ক্ষয়ও প্রতিরোধ হয়।
ভিটামিন ই সমৃদ্ধ সিরাম
চুলের জট ছাড়াতে, চুলের জেল্লা ফেরাতে সিরাম দুর্দান্ত কাজ করে। নিয়মিত চুলে হেয়ার সিরাম ব্যবহার করলে চুল মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠে। বাজারে সহজেই ভিটামিন ই সমৃদ্ধ সিরাম মিলবে, সেটাই মাখতে পারেন। এছাড়া নারকেল তেল, জোজোবা অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে সিরাম বানিয়ে নিন। দু’ফোঁটা করে এই সিরাম চুলে মাখুন।