শহরে শীতের আমেজ। এই সময়টা তো পিকনিকের (Picnic Spots Near Kolkata) জন্য আদর্শ। আপনার জন্য রইল কলকাতার কাছের কিছু পিকনিকের জন্য আদর্শ জায়গার সন্ধান। বেছে নেওয়া এবার আপনার দায়িত্ব।
সাঁতরাগাছি লেক
হাওড়া জেলার সাঁতরাগাছি লেকে শীতকালে বিভিন্ন ধরনের পাখির সমাগম হয়। পিকনিক করতে গিয়ে পাখি দেখার আনন্দ নিতে চাইলে আপনার জন্য আদর্শ পিকনিক স্পট এটি। সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। তবে অতিমারির আবহে সব রকম সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রাখবেন। দূরত্ব: কলকাতা থেকে ১৩ কিলোমিটার।
কীভাবে যাবেন: গাড়িতে যেতে পারেন। অথবা সাঁতরাগাছি যাওয়ার বাস রয়েছে।
আদর্শ সময়: নভেম্বর থেকে ফেব্রুয়ারি।
বাওয়ালি রাজবাড়ি
কলকাতার থেকে সামান্য দূরে বাওয়ালি রাজবাড়িতে একটা গোটা দিন হইহই করে কাটাতে পারেন। পুরনো বাড়ির ঐতিহ্যের স্বাদ পাবেন এখানে। প্রাচীন সিঁড়ি, চিলেকোঠা আপনাকে অতীতের সন্ধান দেবে। বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এই বাড়ি। করোনা বিধি মেনে পিকনিক করতে যেতে পারেন। হেঁটে ঘুরে দেখতে পারেন গ্রাম।
দূরত্ব: কলকাতা থেকে ৩৫ কিলোমিটার।
কীভাবে যাবেন: গাড়িতে যেতে সময় লাগে এক ঘণ্টা ৪০ মিনিট মতো।
আদর্শ সময়: সারা বছরই যেতে পারেন। তবে শীতকালে পিকনিকের জন্য আদর্শ।
দেউলটি
পিকনিকের জন্য যদি গ্রাম্য পরিবেশ পছন্দ করেন, তাহলে দেউলটি হতে পারে আপনার ডেস্টিনেশন। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পারবেন। আগে থেকে বলে রাখলে মাছ ধরার ব্যবস্থাও করা সম্ভব। তবে অতিমারির পরিস্থিতিতে কতজন যেতে পারবেন, সে বিষয়ে আগে থেকে বিশদে তথ্য জেনে নিন। নিরালা রিসর্ট, সুবর্ণরেখা রিভার ব্যাঙ্কের মতো জায়গায় কথা বলতে পারেন। ঘুরে দেখতে পারেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি।
দূরত্ব: কলকাতা থেকে ৬৩ কিলোমিটার।
কীভাবে যাবেন: গাড়িতে সময় লাগবে দেড় ঘণ্টা মতো।
আদর্শ সময়: বছরের যে কোনও সময় যাওয়া যায়।
আরও পড়ুন, প্রথমবার ভুটান বেড়াতে যাচ্ছেন? দেখে নিন গাইডলাইন
মাছরাঙা দ্বীপ
নাম শুনেই বুঝতে পারছেন, এখানে নানা রকম পাখির আনাগোনা লেগেই থাকে। ইছামতী এবং ভাসা নদীর তীরে মাছরাঙা দ্বীপে শীতকালীন পিকনিক জমে যাবে।
দূরত্ব: কলকাতা থেকে ১১৩ কিলোমিটার।
কীভাবে যাবেন: উত্তর চব্বিশ পরগণার টাকি অথবা হাসনাবাদ পর্যন্ত ট্রেনে চলে যান। সেখান থেকে বোটে করে যেতে হবে।
আদর্শ সময়: বছরের যে কোনও সময় যাওয়া যায়।
আরও পড়ুন, ২০২১-এ কতগুলো ছুটি? ক্যালেন্ডার মিলিয়ে বেড়ানোর প্ল্যান করুন
বাবুর হাট
উত্তর চব্বিশ পরগণার বাবুর হাট গত কয়েক বছর ধরে পিকনিকের স্পট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয় খাবার চেখে দেখতে পারেন।
দূরত্ব: কলকাতা থেকে ৪৮ কিলোমিটার।
কীভাবে যাবেন: গাড়িতে যেতে সময় লাগবে দুই ঘণ্টার কিছু বেশি।
আদর্শ সময়: এখন থেকে গ্রীষ্মকালের আগে পর্যন্ত যে কোনও সময় যেতে পারেন।