মাত্র ২ সপ্তাহেই মুখের তিল-আঁচিল থেকে রেহাই পান এই ৫ ঘরোয়া টোটকায়!

aryama das |

May 14, 2021 | 6:13 PM

সুন্দর মুখের মধ্যে অতিরিক্ত তিল ও আঁচিলের জেরে সৌন্দর্যহানির বড় কারণ হয়ে দাঁড়ায় বহু মহিলার। পাশাপাশি আত্মবিশ্বাসেও ঘাটতি হতে শুরু করে।

মাত্র ২ সপ্তাহেই মুখের তিল-আঁচিল থেকে রেহাই পান এই ৫ ঘরোয়া টোটকায়!
ছবিটি প্রতীকী

Follow Us

ব্রণর মতো হলেও তা ক্ষণস্থায়ী। কিন্তু তিল বা আঁচিলের সমস্যা থেকে রেহাই পাওয়া কঠিন। মেকআপ করা সত্ত্বেও মন খুঁতখুঁত করেও সমাধানের সূত্র বের করতে পারেননি। তবে কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি ঘরোয়া উপায়েই মুখের মধ্যে গজিয়ে ওঠা অতিরিক্ত তিল বা আঁচিল নির্মূল করতে পারবেন।

সূর্যের তাপের মধ্যে অতিরিক্ত কাজ করা, দূষণের জেরে ত্বকের তেলতেলে বাব ও হরমোন ইমব্যালান্সের জন্য মুখের মধ্যে তৈরি হতে পারে তিল বা আঁচিল। বাড়িতে বসেই মুখের আঁচিলের হা ত থেকে রেহাই পেতে পারেন কয়েক সপ্তাহের মধ্যেই। এবার দেখে নিন কিছু ঘরোয়া টোটকা…

১. এক টুকরো আলুতেই খুব সহজে আঁচিল বা তিল দূর করতে পারবেন। একটি গোটা আলুকে দুটুকরো করে নিন। পাঁচমিনিট ধরে তিল বা আঁচিলের অংশে বারবার ঘষতে থাকুন। যদি সরাসরি দিতে না চান, তাহলে একটি সুতির কাপড়ের মধ্যে রেখে তিলের অংশগুলি চেপে ধরুন। দিন দুবার করতে থাকলে আস্তে আস্তে তিল বা আঁচিল মিলিয়ে যেতে থাকবে।

২. কয়েক কোয়া রসুন নিয়ে ভালো করে পেস্ট করুন। সেই পেস্ট তিল ও আঁচিলের অংশে সারারাত লাগিয়ে রাখুন। পর পর কয়েকসপ্তাহ এই ভাবে করতে থাকুন, ফল পাবেন হাতে নাতে।

৩. নারকেল তেল ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক তেল। সকাল ও রাতে, দিনে দুবার করে আঁচিলের অংশে ৩০ মিনিট ধরে লাগিয়ে রাখুন। খুব সহজেই অতিরিক্ত তিল ও আঁচিলের থেকে মুক্তি পেতে পারেন।

৪. অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। জলদিয়ে গোটা মুখটি ধুয়ে নিন। এবার তিল ও আঁচিলের জায়গাটিতে তাজা অ্যালোভেরা জেল লাগান। সুতির কাপড় দিয়ে জায়গাটি ঢেকে রাখুন। দিনে দুবার করে এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

৫. কলার খোসা আমরা সাধারণত ফেলে দিই। এবার ফেলবেন না। ত্বকের মধ্যে তিল ও আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে কলার খোসার ভিতরের দিকটি অঁচিলের অংশে চেপে রাখুন। সুতির কাপড়ের ব্যান্ডেজের মতো জড়িয়ে রাখতে পারেন, সারা রাত। কলার খোসার মধ্যে রয়েছে ভেষজ এনজাইম।

Next Article