Kojagari Lakshmi Puja 2025: ৬ না ৭ অক্টোবর এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো কবে? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথি

Kojagari Lakshmi Puja Date and Time: জ্যোতিষশাস্ত্র মতে, কোজাগরী লক্ষ্মীপুজো তিথি নির্ণয় করা হয় যখন পূর্ণিমা তিথি রাতে বিদ্যমান থাকে। অর্থাৎ, যে রাতে পূর্ণিমা তিথি সবচেয়ে বেশি সময় ধরে থাকে, সেই রাতেই পুজো সম্পন্ন হয়।

Kojagari Lakshmi Puja 2025: ৬ না ৭ অক্টোবর এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো কবে? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথি
৬ না ৭ অক্টোবর এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো কবে? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথিImage Credit source: Veena Nair/Moment/Getty Images and Pinterest

Oct 02, 2025 | 8:16 PM

দুর্গাপুজো (Durga Puja) শেষ হতেই বাঙালিরা মেতে ওঠেন দেবী লক্ষ্মীর আরাধনায়। বিজয়া দশমীর পর যে পূর্ণিমা আসে, সেই রাতে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। যেহেতু এই বছর পূর্ণিমা তিথিটি দুটি দিনে বিস্তৃত, তাই পুজো কবে হবে, ৬ না ৭ অক্টোবর, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। রইল তিথি অনুসারে ২০২৫ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagari Lakshmi Puja) সঠিক সময় ও পূর্ণিমার মাহাত্ম্য।

কোজাগরী লক্ষ্মীপূজা ২০২৫-এর সঠিক দিন —

জ্যোতিষশাস্ত্র মতে, কোজাগরী লক্ষ্মীপুজো তিথি নির্ণয় করা হয় যখন পূর্ণিমা তিথি রাতে বিদ্যমান থাকে। অর্থাৎ, যে রাতে পূর্ণিমা তিথি সবচেয়ে বেশি সময় ধরে থাকে, সেই রাতেই পুজো সম্পন্ন হয়। তিথির গণনা অনুযায়ী, ২০২৫ সালে লক্ষ্মীপুজোর প্রধান দিনটি হল ৬ অক্টোবর, সোমবার। এই দিনেই কোজাগরী পূর্ণিমার রাতটি পাওয়া যাবে এবং ব্রত পালন করা হবে।

পূর্ণিমা তিথি এ বছর শুরু হচ্ছে ৬ অক্টোবর সকাল ১১টা ২৪ মিনিটে। আর এই পূর্ণিমা তিথি শেষ হবে ৭ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিটে। পঞ্জিকা অনুযায়ী, ৬ অক্টোবর সন্ধে ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১১টা অবধি লক্ষ্মীপুজোর শুভ সময়। কমবেশি প্রতিটি বাঙালি বাড়িতেই এই দিনে ভক্তিভরে মহিলারা পুজো করে থাকেন। প্রচলিত বিশ্বাস এই যে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে এসে প্রত্যেকের বাড়ির সামনে ঘোরেন এবং দেখেন কার বাড়িতে কে জেগে রয়েছে। এখান থেকেই কোগাজরীর সূত্রপাত।

বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।