Hair Care: পুজোর আগে ঘন, কালো ও উজ্জ্বল চুল চাইছেন? নারকেল তেলের সঙ্গে মেশান এই জিনিস

Coconut Oil for Hair Care: চুলের যত্নে নারকেল তেলের জুড়ি মেলা ভার। নারকেল তেল চুলকে পুষ্টি দেয়, আগা ফাটা আটকায় এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়। তবে নারকেল তেলের সঙ্গে বেশ কিছু উপাদান মিশিয়ে ব্যবহার করলে চুল আরও দ্রুত ঘন, কালো ও ঝলমলে হয়।

Hair Care: পুজোর আগে ঘন, কালো ও উজ্জ্বল চুল চাইছেন? নারকেল তেলের সঙ্গে মেশান এই জিনিস
পুজোর আগে ঘন, কালো ও উজ্জ্বল চুল চাইছেন? নারকেল তেলের সঙ্গে মেশান এই জিনিসImage Credit source: Canva

Aug 02, 2025 | 1:04 PM

চুলের যত্নে নারকেল তেলের জুড়ি মেলা ভার। নারকেল তেল চুলকে পুষ্টি দেয়, আগা ফাটা আটকায় এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়। তবে নারকেল তেলের সঙ্গে বেশ কিছু উপাদান মিশিয়ে ব্যবহার করলে চুল আরও দ্রুত ঘন, কালো ও ঝলমলে হয়। জেনে নিন তেমন ৭ সেরা উপাদান, যা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখলে নিজের চুলকেই আর চিনতে পারবেন না।

নিম্নে আলোচনা করা হল সেই ৭ উপাদান —

১. আমলকি –  প্রথমেই যে উপাদানটির কথা বলতে হয়, তা হল আমলকি। এটি চুল ঘন কালো করে, চুল পড়া রোধ করে। ২ চামচ আমলকি পাউডার ও ৩ চামচ নারকেল তেল গরম করে লাগাতে পারেন।

২. ক্যাস্টর অয়েল  – চুল ঘন করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে মাসাজ করুন।

৩. মেথি – খুশকি কমায়, চুল পড়া বন্ধ করে। মেথি ভিজিয়ে বেটে তার সঙ্গে নারকেল তেলে মিশিয়ে হালকা গরম করে মাথায় লাগান।

৪. পেঁয়াজের রস – নতুন চুল গজাতে সাহায্য করে, চুল কালো রাখে। ২ চামচ নারকেল তেলে ১ চামচ পেঁয়াজ রস মিশিয়ে মাথায় লাগান।

৫. অ্যালোভেরা জেল – চুল হাইড্রেট করে ও চকচকে করে। নারকেল তেলের সঙ্গে সমপরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে মাথায় লাগান।

৬. জবা ফুল – চুল কালো করে, চুল পড়া রোধ করে। জবা ফুল ও পাতা পেস্ট করে নারকেল তেলে মিশিয়ে ফোটান, তারপর ঠান্ডা হলে চুলে লাগান।

৭. ভিটামিন ই ক্যাপসুল – নষ্ট হয়ে যাওয়া চুল মেরামত করে এবং চকচকে করে তোলে। নারকেল তেলে ১-২টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাথায় মেখে নিন।