AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শিশু বায়না না করলে ভাল লক্ষণ? কী বলছেন মনোবিদরা?

শিশু মনোবিদরা বলছেন কিছু শিশু কখনও জেদ করে না। তবে তাদের মধ্যে অনেকেই ভালোবাসা কমে যাওয়ার ভয়ে জেদ করে না। কোনও শিশু কেবল ভালবাসা পাওয়ার জন্য যদি নিজেকে চুপ করিয়ে দেয় তাহলে তার ওপর প্রবল মানসিক চাপ পড়তে পারে।

শিশু বায়না না করলে ভাল লক্ষণ? কী বলছেন মনোবিদরা?
| Updated on: Jan 14, 2026 | 7:19 PM
Share

ঘরের কোণে চুপচাপ বসে থাকা ছোট্ট বাচ্চাকে দেখে সবাই বলে- “কি ভদ্র বাচ্চা! কোনও আবদার নেই, কোনও জেদ নেই।” যেখানে অনেক বাচ্চাদের দুষ্টুমিতে তাদের বাবা মায়েরা নাজেহাল , সেখানে শান্ত বাচ্চাদের মা–বাবা হাঁফ ছেড়ে বাঁচেন। বাচ্চাকে নিয়ে ঝামেলা নেই, অভিযোগ নেই।

কিন্তু এই নীরবতা কি সত্যিই ভাল?

মনোবিজ্ঞান বলছে—সব সময় না। অনেক শিশুই স্বভাবতই শান্ত। তারা কম কথা বলে, নিজের মতো থাকতে ভালবাসে। এতে সমস্যা নেই। কিন্তু যখন একটা শিশু কখনোই বায়না করে না, কাঁদে না, রাগ দেখায় না, আবদার করে না, তখনই সন্দেহ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। American Academy of Pediatrics এবং UNICEF–এর একাধিক গবেষণায় দেখা গিয়েছে- যেসব শিশু ছোটবেলা থেকে আবেগ প্রকাশ করতে শেখে না, তাদের মধ্যে ভবিষ্যতে উদ্বেগ (Anxiety), নিজেকে দোষারোপ করার প্রবণতা, ডিপ্রেশনের মত সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।

বিশেষজ্ঞদের মতে শিশুকে সবসময় “ভালো বাচ্চা” হওয়ার চাপ দিলে ভবিষ্যতে তাঁদের ক্ষতির সম্ভাবনা বেশি।

শিশু মনোবিদরা বলছেন কিছু শিশু কখনও জেদ করে না। তবে তাদের মধ্যে অনেকেই ভালোবাসা কমে যাওয়ার ভয়ে জেদ করে না। কোনও শিশু কেবল ভালবাসা পাওয়ার জন্য যদি নিজেকে চুপ করিয়ে দেয় তাহলে তার ওপর প্রবল মানসিক চাপ পড়তে পারে।

সব শান্ত শিশুই কি বিপদে?

মনোবিদরা বলছেন সব শান্ত শিশুই যে বিপদে পড়তে পারে তা নয়। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তান বিপদে?

যদি দেখেন আপনার শিশু কথা বলতে গিয়ে থেমে যায়, নিজের পছন্দ বলতে পারে না, দুঃখ পেলেও হাসার চেষ্টা করে , সব সময় যা বলবেন তাই মেনে চলে তাহলে বাবা মায়েদের বেশ কিছু বিষয় নজরে রাখতে হবে।

কীভাবে রাগ করতে হয়, কোন কথায় রাগ করতে হয়, কীভাবে না বলতে হয়, কীভাবে কাঁদতে হয় এগুলো ছোট থেকেই শেখা উচিৎ বলে জানাচ্ছেন মনোবিদরা। তাঁদের মতে শিশুদের বোঝানো দরকার কাঁদা দুর্বলতা নয়।