Calcutta High Court: ‘ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি’, কোর্টে তৃণমূলের যুক্তি ওড়াল কেন্দ্রীয় গোয়েন্দা
Kolkata: ইডির আইনজীবীর সওয়ালের উপর ভিত্তি করেই বিচারপতি শুভ্রা ঘোষ মামলা খারিজ করে দেন। তবে, ইডির দায়ের করা মামলা মুলতুবি করা হয়েছে হাইকোর্টে। এ প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মিস্টার রাজু বলেছেন, তৃণমূলের কোনও কিছু বাজেয়াপ্ত হয়নি। তাই বিচারপতি এই মামলা খারিজ করে দিয়েছেন।”

কলকাতা: আইপ্যাকে তল্লাশির দিনটি ছিল ঘটনাবহুল। তৃণমূলের ভোটকুশলী সংস্থার অফিস ও কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি চালাতেই মামলার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। সেখানে একটি মামলা করে ইডি, অপর মামলাটি হয় ইডির বিরুদ্ধে। সেই মামলাই কোর্ট খারিজ করেছে এ দিন। ইডির আইনজীবীর যুক্তি, ভোটকুশলী সংস্থার কোনও নথি ইডি বাজেয়াপ্ত করেনি।
আজ অর্থাৎ বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন,ঘটনার দিনের কোনও নথি বাজেয়াপ্ত করেনি ইডি। যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃণমূলের উচিত মমতার বিরুদ্ধে মামলা করা। সেক্ষেত্রে ইডির আইনজীবীরা তাঁদের সমর্থন করবেন। এমনকী, কোর্টে এও বলা হয়, মুখ্যমন্ত্রী যা নথি নিয়ে গিয়েছেন তা যেন ফিরিয়ে দেওয়া হয়।
ইডির আইনজীবীর সওয়ালের উপর ভিত্তি করেই বিচারপতি শুভ্রা ঘোষ মামলা খারিজ করে দেন। তবে, ইডির দায়ের করা মামলা মুলতুবি করা হয়েছে হাইকোর্টে। এ প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মিস্টার রাজু বলেছেন, তৃণমূলের কোনও কিছু বাজেয়াপ্ত হয়নি। তাই বিচারপতি এই মামলা খারিজ করে দিয়েছেন।” অপরদিকে, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “ইডি পরিষ্কার বলেছে, তাঁরা কোনও নথি বাজেয়াপ্ত করতে পারেনি কারণ তা ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে কাগজের দাবি করেছিল ইডি সেই প্রসঙ্গে বলেছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করুন। কারণ, উনি সব নথি নিয়ে চলে গিয়েছেন। এই সব কথা শুনে ম্যাটার অন্য দিকে ঘুরে যাবে দেখে তৃণমূলের তরফে বলা হয় যদি কোনও নথি বাজেয়াপ্ত না করা হয়ে থাকে তাহলে মামলা পেনডিং রেখে লাভ নেই। তারপর মামলা খারিজ হয়।”
