এক টুকরো কেকের দাম আড়াই লক্ষ টাকা। সোনার নয় কিন্তু সাধারণ খাওয়ার এক টুকরো কেকের দাম প্রায় আড়াই লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! কিন্তু কেন এত দাম, সাধারণ কেক হলেও কিছু একটা বিষয় আছে নিশ্চয়।
আসলে এই কেক কিন্তু যে সে কেক নয়। বরং এই কেকের বয়স প্রায় ৭৭ বছর। যাকে বলে রাজকীয় কেক। এও ঠিক তাই। ১৯৪৭ সালের ২০ নভেম্বর ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের বিয়ের কেক এটি। সম্প্রতি সেই কেকের একটি টুকরো বিক্রি হয়েছে ২ লক্ষ ৪০হাজার টাকায় বা ২,২২০ ইউরোতে। চিনের এক ব্যক্তি নিলামে এই কেকের টুকরোটি কিনে নেন।
রৌপ্য প্রতীক যুক্ত সুসজ্জিত কেকের নিজস্ব ছোট বাক্সে সংরক্ষণ করে রাখা ছিল। রাজকুমারী এলিজাবেথের জন্য তৈরি কেকটি ছিল প্রায় ৯ ফুট লম্বা, ২২৭ কেজি ওজনের। এই কেকটির ৪টি স্তর ছিল, কাটার পরে প্রায় ২০০০ টুকরো করা হয়েছিল। কেকটি তৈরি করার সময় অ্যালকোহল ব্যবহার করা হয়েছিল, ফলে এটিকে সংরক্ষণ করতে সুবিধা হয়। যদিও কেকটি এখন আর খাওয়ার যোগ্য নেই।
সেই কেকের একটি টুকরো উপহার হিসাবে বাকিংহাম প্যালেস থেকে স্কটল্যান্ডের এডিনবরার হলিরুডহাউসের গৃহকর্মী মেরিয়ন পোলসনকে দেওয়া হয়েছিল। এতদিন একটি খাটের তলায় সেই কেকটি সযত্নে রাখা ছিল। কেকের সঙ্গে এলিজাবেথের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেয়েছিলেন পোলসন। সেখানে বিয়ের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রানি।
সেই চিঠিতে রানি লিখেছেন, “আমার স্বামী এবং আমি আপনার দেওয়া এই অপূর্ব সুন্দর বইয়ের উপহারটি পেয়ে মুগ্ধ হয়েছি। আমরা দুজনেই এই সুন্দর বিভিন্ন ফুল পেয়ে অত্যন্ত খুশি। এই সুন্দর রং এবং এই উপহার যে দেখবে সেই প্রশংসিত করবে।”