Viral Video: একের পর এক কাঁচা করলায় কামড় তরুণীর! অবাক কাণ্ড দেখে ইন্সটায় বইল কমেন্টের বন্যা

Watch Video: সম্প্রতি নেটদুনিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে এক মহিলা খাবার খাচ্ছেন। এ বার অনেকেই ভাবতে পারেন, এতে আর সমস্যা কোথায়? কিন্তু এখানেই লুকিয়ে আসল সমস্যা। ওই ভিডিয়োটি দেখলে যে কারও চোখ উঠবে কপালে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Viral Video: একের পর এক কাঁচা করলায় কামড় তরুণীর! অবাক কাণ্ড দেখে ইন্সটায় বইল কমেন্টের বন্যা
Viral Video: একের পর এক কাঁচা করলায় কামড় তরুণীর! অবাক কাণ্ড দেখে ইন্সটায় বইল কমেন্টের বন্যাImage Credit source: Screengrab

Aug 26, 2025 | 2:57 PM

আজকালকার যুগে এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে, যাঁদের কাছে স্মার্টফোন নেই। কমবেশি সকলেই বর্তমানে স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত। আর যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না, এমনটা খুব একটা দেখতে পাওয়া যায় না। ইন্সটাগ্রাম, ফেসবুক, ইউটিউবে আজকাল প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের দেখা যায়। যাঁরা ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছেন। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল (Viral Video) হবেই হবে। আজ আপনাদের তেমনই এক ভিডিয়ো নিয়ে জানাব।

সম্প্রতি নেটদুনিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে এক মহিলা খাবার খাচ্ছেন। এ বার অনেকেই ভাবতে পারেন, এতে আর সমস্যা কোথায়? কিন্তু এখানেই লুকিয়ে আসল সমস্যা। ওই ভিডিয়োটি দেখলে যে কারও চোখ উঠবে কপালে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ইন্সটাগ্রামে foodie_rinku00 এই নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তিনি খাওয়ার সময় ভিডিয়ো বানাচ্ছেন। তাতে অবশ্য ওই মহিলা ভারতীয়, চাইনিজ বা ইতালিয়ান কিছুই খাচ্ছেন না। কারণ ভিডিয়োতে দেখা যায় ওই মহিলার সামনে সাজানো রয়েছে করলা ও ধ্যাঁড়শ। একের পর এক কাঁচা করলায় কামড় দিচ্ছেন সেই মহিলা। তাঁর মুখে বিন্দুমাত্র তিক্ততার স্বাদের ঝলক প্রকাশ পায়নি। উল্টে দেখা যায় টম্যাটো কেচাপ লাগিয়ে তিনি কামড় দিচ্ছেন করলায়। ওই ভিডিয়োতে প্রচুর রিঅ্যাকশন পড়েছে। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নিম্নে এই ভিডিয়োর কয়েকটি কমেন্ট তুলে ধরা হল। 

একজন ইন্সটাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “ইনি খাচ্ছেন, আর তেঁতো আমার লাগছে।” অপর একজন মজা করে লিখেছেন, “এ বার তাঁকে আর কোনও মশা কামড়াতে পারবে না।” আর একজন ইন্সটা ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, “দিদি আপনি কোন দুনিয়া থেকে এসেছেন?”

এক ঝলকে নিম্নে দেখে নিন সেই ভিডিয়ো —