Astrology Tips: খাবার খাওয়ার পর সেই থালাতেই হাত ধোওয়া শুভ না অশুভ? জ্যোতিষশাস্ত্র বলছে…

কথিত আছে যে, খাবারের অপমান করলে মা লক্ষ্মী রুষ্ট হন। অনেকের বদঅভ্যাস খাবার খাওয়ার পর সেই থালাতেই হাত ধোওয়া। অনেকেই বলেন, এমনটা করা অনুচিত। জানেন জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে এটি শুভ না অশুভ?

Astrology Tips: খাবার খাওয়ার পর সেই থালাতেই হাত ধোওয়া শুভ না অশুভ? জ্যোতিষশাস্ত্র বলছে...
Astrology Tips: খাবার খাওয়ার পর সেই থালাতেই হাত ধোওয়া শুভ না অশুভ? জ্যোতিষশাস্ত্র বলছে...Image Credit source: Getty Images

Aug 02, 2025 | 4:50 PM

খিদের চোটে প্রতি বছরে কত প্রাণ ঝরে যায় তার হিসেব বড়ই জটিল। খাবারকে সবসময় গুরুত্ব দেওয়া উচিত, সম্মান করা উচিত। যে কোনও প্রাণীর জীবনধারনের জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। দিনের পর দিন ঠিক করে কোনও ব্যক্তি খাবার না খেলে তিনি অপুষ্টির শিকার হন। ঈশ্বরের সঙ্গেও খাবারের যোগ রয়েছে। কথিত আছে যে, খাবারের অপমান করলে মা লক্ষ্মী রুষ্ট হন। অনেকের বদঅভ্যাস খাবার খাওয়ার পর সেই থালাতেই হাত ধোওয়া। অনেকেই বলেন, এমনটা করা অনুচিত। জানেন জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে এটি শুভ না অশুভ?

জ্যোতিষশাস্ত্র ও ধর্মশাস্ত্র অনুযায়ী, খাবার খাওয়ার পর সেই থালাতে হাত ধোওয়া অশুভ। বলা হয়, খাবার খাওয়ার থালাতে অন্নদেবী বিরাজ করেন। তাই খাবার খাওয়ার শেষে যদি এতে কেউ হাত ধুয়ে নেন, তা অন্নদেবীর অপমান হয়। এর ফলে জীবনে অপমান সইতে হতে পারে, দারিদ্র ধেয়ে আসতে পারে, পরিবারে অশুভ শক্তি ও অশান্তি ডেকে আনতে পারে।

এখানেই শেষ নয়, খাওয়ার শেষে সেই থালাতেই হাত ধুলে শনি ও রাহুর দৃষ্টি জীবনে প্রবল হতে পারে বলে মনে করা হয়। যার ফলে জীবনে ব্যর্থতা, কর্মক্ষেত্রে বাধা ও মানসিক অস্থিরতা আসতে পারে। সেই সঙ্গে মা লক্ষ্মী ও দেবী অন্নপূর্ণা এ কাজে রুষ্ট হন। তাঁরা বাড়িতে বিরাজ না করলে অন্নকষ্ট হয়, আর্থিক কষ্ট হয়, সেই সঙ্গে তীব্র আকার নেয় যে কোনও ঝগড়া।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।