Vastu Shastra: রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দিলে কী হয়? বাস্তুশাস্ত্র বলছে…

অনেকে বলেন, রাস্তায় পড়ে থাকা কোনওরকম পুজোর সামগ্রীতে পা দেওয়া মোটেও শুভ নয়। এ নিয়ে কী বলছে বাস্তুশাস্ত্র?

Vastu Shastra: রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দিলে কী হয়? বাস্তুশাস্ত্র বলছে...
Vastu Shastra: রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দিলে কী হয়? বাস্তুশাস্ত্র বলছে...Image Credit source: Meta AI

Aug 03, 2025 | 11:34 AM

পুজোর সামগ্রীর প্রসঙ্গ উঠলে সকলের মনেই একখানা ভক্তিভাব জেগে ওঠে। অনেকে নিষ্ঠাভরে যে কোনও পুজোর সামগ্রী জোগাড় করেন। পুজো হয়ে যাওয়া অবধি সেগুলোর গুরুত্ব অনেকের কাছে মারাত্মক। আর একবার পুজো হয়ে গেলে সেই সকল পুজোর সামগ্রী অনেকের কাছে খানিকটা গুরুত্বহীন হয়ে পড়ে। রাস্তাঘাটে প্রায়শই দেখা যায় নানা পুজোর সামগ্রী পড়ে রয়েছে। অনেকে বলেন, রাস্তায় পড়ে থাকা কোনওরকম পুজোর সামগ্রীতে পা দেওয়া মোটেও শুভ নয়। এ নিয়ে কী বলছে বাস্তুশাস্ত্র (Vastu Shastra)?

বাস্তুশাস্ত্র অনুযায়ী রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দেওয়া অশুভ বলে বিবেচিত হয়। যদিও এটি সরাসরি বাস্তুর মূল নীতির অংশ নয়। এটা মূলত ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে। বাস্তুশাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা হয়, তা হলে বলা হয় রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দেওয়া উচিত নয়, তা হলে নেগেটিভ এনার্জি আকৃষ্ট হয়। পুজোর সামগ্রী একধরনের শক্তি বহন করে। যার ফলে সেটি যদি রাস্তায় পড়ে থাকে, তা স্পর্শ করলে সেই নেতিবাচক শক্তি শরীরে বা বাড়িতে প্রবেশ করতে পারে।

অনেক সময় রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দিলে মানসিক অস্থিরতা বা উদ্বেগ বাড়ে। আপনি নিজেই যদি মনে করেন আপনি কিছু পবিত্র জিনিসে পা দিয়েছেন, সেটা আপনার মনে অপরাধবোধ তৈরি করতে পারে। পাশাপাশি বিশ্বাস করা হয়, এমন কাজ করলে ঘরের ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। বা বাস্তু সাম্য নষ্ট হতে পারে। 

 বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।