Vastu Tips: সন্ধেবেলা বাড়িতে ঝাঁট দেন? অজান্তে জীবনে ডেকে আনছেন মহাবিপদ!

বাড়িঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখলে দেব-দেবী প্রসন্ন হয়। বাস্তুশাস্ত্র তেমনটাই উল্লেখ রয়েছে। বাড়িতে ঝাঁট দিয়ে নোংরা বের করাটা স্বাভাবিক। কিন্তু সেখানেও রয়েছে কিছু নিয়ম কানুন।

Vastu Tips: সন্ধেবেলা বাড়িতে ঝাঁট দেন? অজান্তে জীবনে ডেকে আনছেন মহাবিপদ!
Vastu Tips: সন্ধেবেলা বাড়িতে ঝাঁট দেন? অজান্তে জীবনে ডেকে আনছেন মহাবিপদ! Image Credit source: Daniel Lozano Gonzalez/Moment/Getty Images

Jun 18, 2025 | 5:46 PM

বাড়িঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখলে দেব-দেবী প্রসন্ন হয়। বাস্তুশাস্ত্র তেমনটাই উল্লেখ রয়েছে। বাড়িতে ঝাঁট দিয়ে নোংরা বের করাটা স্বাভাবিক। কিন্তু সেখানেও রয়েছে কিছু নিয়ম কানুন। যেগুলো না মেনে চললে জীবনে মহাবিপদ ঘনিয়ে আসতে পারে। বাস্তুশাস্ত্র এমনটা বিশ্বাস করা হয় যে, সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাড়ু দেওয়া ঠিক নয়। জানেন ওই সময় বাড়িতে ঝাঁট দিলে কী হয়?

বাস্তুশাস্ত্র অনুসারে, ঘর ঝাড়ু দেওয়ার সঠিক সময় হল সূর্যোদয়ের ঠিক পর পরই। অর্থাৎ দিনের বেলায়। বলা হয়, ওই সময় ঝাড়ু দিলে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয়। এ বার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাড়িতে ঝাঁট দিয়ে নোংরা পরিষ্কার করবেন ভাবছেন, সেখানে আবার সমস্যা কোথায়? বাস্তুশাস্ত্র বলছে, সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া বা আবর্জনা ঘরের বাইরে ফেলা অশুভ। যদি কেউ এ কাজ করেন, তাহলে দেবী লক্ষ্মীর আগমনে বাধা আসে বলে মনে করা হয়।

অনেক সংস্কৃতি ও বাস্তুশাস্ত্রে এমনটা বিশ্বাস করা করা হয়, সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু দিলে বা আবর্জনা বাড়ি থেকে কুড়িয়ে বাইরে ফেললে দেবী লক্ষ্মী রুষ্ট হন। সেই বাড়িতে দারিদ্র্য আসে। অর্থনৈতিক সমস্যা মাথাচাড়া দেয়। পাশাপাশি নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে। ইতিবাচক শক্তি বাড়ি থেকে দূরে চলে যায়।

একান্তই যদি সূর্যাস্তের পর বা সন্ধেবেলা বাড়িতে ঝাঁট দিতে হয়, তা হলে সেখান থেকে বেরোন ধুলো-বালি বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার কথা অনেকে বলেন। এবং সকালে তা বাইরে ফেলে দিতে বলেন। তা হলে বাড়িতে এই সকল সমস্যা জীবন অতিষ্ট করবে না।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, সেটি বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।