
ময়ূর পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। অনেকের বাড়িতে দেখা যায় ময়ূর পালক সাজানো থাকে। নানা পুজোর কাজেও মাঝে মাঝে ময়ূর পালকের ব্যবহার দেখা হয়। বাস্তুশাস্ত্র (Vastu Shartra) মতে ময়ূর পালক বাড়িতে রাখা বেশ শুভ। বাস্তুশাস্ত্র বলছে ময়ূরের পালক (ময়ূরপুচ্ছ) বাড়িতে রাখলে শুভ শক্তি প্রবেশ করে এবং নেগেটিভ এনার্জি দূর হয়। তবে সঠিক জায়গায় না রাখলে এর উল্টো প্রভাবও পড়তে পারে।
জানেন ময়ূর পালক বাড়ির কোন জায়গায় রাখা ভালো? বাস্তুশাস্ত্র মতে, যে কোনও বাড়ির দক্ষিণ-পূর্ব বা উত্তর দিকে ময়ূরের পালক রাখা ভীষণ শুভ। উত্তর বা উত্তর-পূর্ব দিককে জ্ঞান ও পবিত্রতার প্রতীক ধরা হয়। তাই ওই স্থানে ময়ূরের পালক এখানে রাখলে পজিটিভ এনার্জি বাড়ে। বাড়িতে ছেলেমেয়ে থাকলে তাদের পড়াশোনা ভালো হয়। পাশাপাশি একাগ্রতাও বাড়ে।
অনেকে ঠাকুরঘরে, সিংহাসনে ময়ূর পালক রাখেন। অনেকের বিশ্বাস এর ফলে খারাপ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকটি স্থিতি ও নিরাপত্তার প্রতীক। সেখানে ময়ূরপুচ্ছ রাখলে সংসারে স্থায়ীত্ব ও শান্তি বজায় থাকে। কেউ বাড়ির প্রবেশদ্বারের পাশে ময়ূরের পালক রাখলে নেগেটিভ এনার্জি ভেতরে ঢুকতে পারে না বলে বিশ্বাস করা হয়। যে বাড়িতে ময়ূরের পালক রাখা হয়, সেখানে পারিবারিক সমস্যা হয় না, জীবনে সাফল্য আসে।
উল্লেখ্য, বাথরুম, রান্নাঘরে ময়ূরের পালক রাখবেন না। কখনও ভাঙা ময়ূরের পালক রাখবেন না। বাড়িতে ময়ূরের পালক ভুল করেও মেঝেতে রাখবেন না। তা হলে হিতে বিপরীত হয়।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।