
চিন্তামুক্ত জীবন কে চায় না বলুন তো! হাতে টাকা থাকবে, এমনটাও কে চায় না বলুন তো! বাস্তুশাস্ত্র মেনে চললে অনেকের জীবনে আকাশপাতাল ফারাক নজরে পড়ে। কখনও জীবনে সুখ, শান্তি আসে, কখনও হাতে অর্থ আসে। শুনলে অবাক হবেন, কিন্তু আপনার বাড়ির রান্নাঘরে থাকা বেলন চাকি আপনাকে করে দিতে পারে ধনী। শুধু জানতে হবে এর সঠিক ব্যবহার।
বাস্তুশাস্ত্র মানলে অর্থ, শিক্ষা, শান্তি, স্বাস্থ্য এমন নানা দিক থেকে অভূতপূর্ব উন্নতি হয়। বাস্তুশাস্ত্রে বেলন চাকির ব্যবহার নিয়ে উল্লেখ রয়েছে, এটি মেনে চললে যে কেউ হতে পারেন ধনী। বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘরে থাকা বেলন চাকির সঙ্গে জড়িয়ে রয়েছে সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধির যোগ। বাস্তুশাস্ত্র বলছে, বেলন চাকি বুধবার কেনা শুভ। সপ্তাহের ওই দিনে বেলন চাকি কিনলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।
ভুল করেও বেলন চাকি শনিবার ও মঙ্গলবারে কেনা ঠিক নয়। না হলে এর ভালো ফল পাওয়া যায় না। কারও বাড়িতে কখনও কোনও ভাঙা বেলন চাকি রাখা উচিত নয়। যা অত্যন্ত অশুভ বলে ধরা হয়। যার ফলে বাড়িতে নেতিবাচক শক্তির আগমন হয়। শুধু তাই নয় কেউ বাড়িতে ভাঙা বেলন চাকি রাখলে তাঁর আর্থিক ক্ষতিও হতে পারে।
বাড়ির রান্নাঘরের যেখানে বেলন চাকি রাখছেন, সেই জায়গাটিও গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী বেলন চাকি কখনও উল্টোদিকে রাখা ভালো নয়। এটি অশুভ বলে ধরা হয়। কখনও বাড়িতে নোংরা অবস্থায় বেলন চাকি রাখবেন না। তেমনটা হলে সেই পরিবারে নেতিবাচক শক্তি ধেয়ে আসে। কারও কারও অভ্যাস বেলন চাকি ধুয়ে পরিষ্কার করার পর উল্টো করে রেখে দেওয়ার। এটা করা ভালো নয়। এ ছাড়া ভুল করেও কোনও সবজির বাক্সের উপর বেলন চাকি রেখে দেবেন না। আর গ্যাসের উপরে বা সিঙ্কেও বেলন চাকি রাখা এড়িয়ে যেতে হবে। নইলে সংসারে অমঙ্গল হতে পারে।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।