বয়স যেন তাঁর দিন দিন কমছে। যত বেশি মাস, বছর গড়াচ্ছে ততই তাঁর ফিগার আরও বেশি টোনড হচ্ছে। সদ্য পেরিয়েছে নায়িকার জন্মদিন। আর জন্মদিন সেলিব্রেট করতে এবার থাইল্যান্ডে উড়ে গিয়েছিলেন নায়িকা। তিনি হলেন মনামী ঘোষ। বাঙালি দর্শকের বড় কাছের মানুষ। এক আকাশের নীচের সময় থেকেই তিনি পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন বাঙালির ড্রইংরুমে। নিজের জন্মদিন উদযাপন করতে কিছুদিন আগেই থাইল্যান্ডে গিয়েছিলেন নায়িকা। সঙ্গে অবশ্য তাঁর প্রেমিক ফটোগ্রাফার ছিলেন কিনা তা জানা জায়নি। বয়স তাঁর ৪০ ছুঁতে চলল। কিন্তু গ্ল্যামারে এতটুকুও ভাটা পড়েনি। দিনের পর দিন তা যেন বেড়েই চলেছে। সমুদ্রের ধারে কখনও বিকিনি, কখনও শর্টস আবার কখনও হটপ্যান্টে ধরা দিলেন নায়িকা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ধেয়ে এল কমেন্টের বন্যা।
কোথাও ঘুরতে গেলে নায়িকাদের সঙ্গে যে একাধিক পোশাক থাকে তা বলাই বাহুল্য। চুলে টপনট, চোখে সানগ্লাস, পরনে বিকিনি আর হাতে ঠান্ডা পানীয়ের ক্যান নিয়ে দারুণ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সমুদ্রে ইয়ট ভ্রমণের সময় সূর্যের আলো এসে পড়েছে তাঁর গায়ে। আর এতেই যেন আরও বেশি উজ্জ্বল লাগছে নায়িকাকে। থাইল্যান্ডের নীল সমুদ্র তট থেকে একাধিক ছবি, ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। আর তা শেয়ার করে নিজেই ক্যাপশনে লাভ এবং হট দুটো সাইন একসঙ্গে দিয়েছেন। প্রিন্টেড প্যাডেড ব্রা, হাফ লেন্থ ব্ল্যাক র্যাপার আর খোলা চুল এলিয়ে দিয়ে সমুদ্র ভ্রমণ চলছে তাঁর। এই ছবি পোস্ট হতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মনামীর ফ্যানেরা। এই বয়সে এমন ফিগার ধরে রাখার রহস্য কি, তাও অনেকে জানতে চেয়েছেন।
মনামীর থাইল্যান্ড সিরিজের সবচেয়ে ভাল ছবি হল ডেনিমের হটপ্যান্টের এই ছবিটি। ডেনিম এই শর্টসে মনামীকে এত ভাল লাগছে যে তার থেকে চোখ ফেরানোর উপায় নেই। শর্টস, ক্রপ টপ আর পাতলা জ্যাকেটে মনামীকে খুবই কুল লাগছিল। গরম প্রায় পড়েই গিয়েছে আর সেই ভাবেই পছন্দের ফ্যাব্রিক বেছে নিয়েছিলেন তিনি। রোদ এড়াতে চোখে সানগ্লাস, চুল বেঁধে নিয়েছেন আর সকঙ্গে এক্কেবারে ক্যাজুয়াল পোশাক। এতেই তাঁকে লাগছে খুব সুন্দর। নির্মেদ পা, ডেনিম শর্টসে মনামীর ফিগারটিও যেন আরও বেশি আকর্ষণীয় লাগছে। বডিফিট টপ আর বোল্ড নেকলাইনেই অভিনেত্রীকে লাগছে আরও বেশি হট। ভক্তরাও সেকথা স্পষ্ট করে জানালেন অভিনেত্রীকে। কেউ আবার তাঁর ভিটামিন M- গানের প্রসঙ্গ এনেও প্রশংসা করেছেন।