Biriyani: পরোটার পর এবার পকেট বিরিয়ানি! রাজুদাকে টেক্কা দিতে বাজারে হাজির নিখিলদা
Watch Video: রাজুদার তিরিশ টাকার তিনটে পরোটা ইতিমধ্যেই সুপারহিট। ব্লগারদের হইচইয়ে রাজুদা এখন মোবাইলে মোবাইলে ঘুরছেন। ঠিক এই সময়ই সোশাল মিডিয়া পেল আরেক দাদাকে। যার নাম নিখিলদা।
সোশাল মিডিয়ার দয়ায় টুক করেই বিড়াল হয়ে যায় রুমাল। কিংবা কামঘন শব্দেই রাতারাতি ঝড় তোলেন সুন্দরীরা। রিলসের দুনিয়ায় ঢুকলে টুক করে ঘণ্টা কেটে যায় সেকেন্ডে। আর সেই দুনিয়ার দৌলতেই শিয়ালদহের ফুটপাথের পকেট পরোটা ‘ম্যাজিশিয়ন’ রাজুদা চট করে ভাইরাল হয়ে ওয়েব সিরিজের মুখ! এ জগত আজব। আর তাই তো রিলকে রিয়েলের সঙ্গে মিলিয়ে এবার বাজারে হাজির পকেট বিরিয়ানি পরোটা! ভাবছেন এ আবার কেমন কাণ্ড?
গৌরচন্দ্রিকা না করে, গপ্পোটা একটু বিশদে বলা যাক। রাজুদার তিরিশ টাকার তিনটে পরোটা ইতিমধ্যেই সুপারহিট। ব্লগারদের হইচইয়ে রাজুদা এখন মোবাইলে মোবাইলে ঘুরছেন। ঠিক এই সময়ই সোশাল মিডিয়া পেল আরেক দাদাকে। যার নাম নিখিলদা। রাজুদার মতো পরোটা নিয়ে এলেন তিনি, তবে তাঁর পরোটায় রয়েছে নয়া ফিউশন! বানানোর কায়দায় রয়েছে টুইস্ট।
ব্যাপারটা আরও বিশদে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি বিরিয়ানির হাঁড়ির উপর পরোটা রেখে তার মধ্যে বিরিয়ানির রাইস, একটা আলু, একটা চিকেন দিয়ে ভাঁজ করে বানিয়ে ফেলছেন নতুন পদ। আর তার নাম পকেট বিরিয়ানি পরোটা। ভিডিওতে দেখা গিয়েছে, এই পরোটা বিরিয়ানির সাইজ এতটাই ছোট যে প্যাকেটে ঢোকার পর সহজেই পকেটে চালান হয়ে যাচ্ছে। এর দাম মাত্র ৩০ টাকা। অর্থাৎ মাত্র তিরিশ টাকায় পরোটার সঙ্গে বিরিয়ানির স্বাদ মিলে মিশে একাকার। আর যিনি এই পকেট পরোটা বিরিয়ানি নিয়ে বাজারে হাজির হয়েছেন, তিনিই হলেন নিখিলদা। সেই নিখিলদাতেই মত্ত এখন নেটপাড়া।
তবে নিখিলদার এই পকেট পরোটা বিরিয়ানি সুপারহিট হলেও, এই দোকানে মিলবে বিরিয়ানিসহ চিকেন চাপের মতোও সুস্বাদু খাবারও। নিখিলদার এই দোকান হালে ভাইরাল হলেও, এর বয়স ৪০ বছর। নিখিলদার পকেট পরোটা বিরিয়ানির ভক্তরা বলছেন, রাজুদাকে একমাত্র টেক্কা দিতে পারবেন, এই নিখিলদাই! তা আপনিও কি ট্রাই করতে চান নিখিলদার এই পকেট বিরিয়ানি পরোটা?