Explained: যে করে ফেসবুক, তার বুকে এত আগুন! কীভাবে পারে Gen Z?

Gen Z Mentality: একটা প্রশ্ন উঠে আসে বারবার। বাস্তবে যে Gen Z-এর বিচরণ সর্বদা অতিক্ষীণ বলে বদনাম রয়েছে, সে কী করে রাস্তায় নেমে এসে সক্রিয় আন্দোলন করছে? একই সঙ্গে কী ভাবে এই দুই বিপরীত ধর্মী স্বত্তাকে বহন করে নিয়ে চলেছে Gen Z? সমাজমাধ্যমে বিপ্লবের সঙ্গেই কীভাবে অনায়াসে সামিল হচ্ছে প্রতিবাদে, ডরাচ্ছে না বন্দুকের নলকে, একে অপরকে না চিনেও কী ভাবে গর্জে উঠছে রাষ্ট্রের মনমর্জি, সামাজিক অবক্ষয় এবং দেশের অর্থনৈতিক দুর্দশার বিরুদ্ধে?

Explained: যে করে ফেসবুক, তার বুকে এত আগুন! কীভাবে পারে Gen Z?

Sep 14, 2025 | 1:46 PM

“আঠারা বছর বয়স কী দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি…আঠারো বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা…” কবি সুকান্তের কবিতার এই দুটি লাইন যথেষ্ট দেশের তরুণদের ক্ষমতা ব্যাখ্যা করতে। তবু এই যুগটা যেন খানিকটা আলাদা। বর্তমানের আঠারোদের দিকে বা আরও ভাল ভাবে বললে Gen Z-এর দিকে বারবার উঠেছে আঙুল। তাঁরা নাকি সারাদিন বুঁদ হয়ে থাকে সমাজমাধ্যমে। বাস্তব সম্পর্কে উদাসীন, আত্মকেন্দ্রীক। অথচ কি অদ্ভুত দেখুন, গত কয়েক বছরে এই ‘আঠারো’ই ভেঙে চুরমার করেছে ঘুণ ধরা রাষ্ট্র ব্যবস্থা। ২০২২ শ্রীলঙ্কা, ২০২৪ বাংলাদেশ আর দু’দিন আগে নেপাল। ‘আঠারো’র হাত ধরে গণঅভ্যুত্থান হয়েছে, নিরাপত্তার বেড়াজাল টপকে টেনে হিঁচড়ে জনবিরোধী সরকারকে নামিয়ে এনেছে রাস্তায়। স্বভাবতই একটা প্রশ্ন উঠে আসে বারবার। বাস্তবে যে Gen Z-এর বিচরণ সর্বদা অতিক্ষীণ বলে বদনাম রয়েছে, সে কী করে রাস্তায় নেমে এসে সক্রিয় আন্দোলন করছে? একই সঙ্গে কী...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন