Anti-Aging Tips: ৭ টোটকায় বশ করুন বার্ধক্যকে, এই ঘরোয়া উপায়ে মুখে পড়বে না বলিরেখা

megha |

Sep 02, 2024 | 2:21 PM

Skin Care Tips: ৩০-এ পা দেওয়ার সঙ্গে সঙ্গেই জোরাল হতে থাকে বলিরেখা, ঝুলে পড়া চামড়া, দাগছোপ। এত কম বয়সে কেউ বুড়িয়ে যেতে চায় না। যে কারণে অ্যান্টি-এজিং ২৫-এর পর থেকেই শুরু করা ভাল। তবে, যে বয়সেই ত্বকে বার্ধক্য হানা দিক না কেন, ৭ টোটকা মানলে ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল।

Anti-Aging Tips: ৭ টোটকায় বশ করুন বার্ধক্যকে, এই ঘরোয়া উপায়ে মুখে পড়বে না বলিরেখা

Follow Us

৩০-এ পা দিলেই বাড়ি থেকে আসে বিয়ের চাপ। বিশেষত, যখন সব বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু আপনার মাথায় বিয়ের থেকেও বড় চিন্তা ঘোরে এজিংয়ের। বয়সের সঙ্গে কর্মজীবনে উন্নতি করেছেন। জীবনেও বাড়ছে মানসিক চাপ, কাজের চাপ। আর সেগুলোর ছাপ পড়ছে মুখে-চোখে। ৩০-এ পা দেওয়ার সঙ্গে সঙ্গেই জোরাল হতে থাকে বলিরেখা, ঝুলে পড়া চামড়া, দাগছোপ। এত কম বয়সে কেউ বুড়িয়ে যেতে চায় না। যে কারণে অ্যান্টি-এজিং ২৫-এর পর থেকেই শুরু করা ভাল। তবে, যে বয়সেই ত্বকে বার্ধক্য হানা দিক না কেন, ৭ টোটকা মানলে ত্বক থাকবে কোমল ও উজ্জ্বল।

১) মধু ও লেবুর রস: লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক আর্দ্রতা বজায় রেখে ত্বক থেকে দাগছোপ পরিষ্কার করে দেবে।

২) পাকা পেঁপে: রোজ পাকা পেঁপে খেলে অন্ত্র ও ত্বক দুটোই ভাল থাকবে। পাকা পেঁপে ম্যাশ করে মুখেও মাখতে পারেন। এতে থাকা ভিটামিন ও পাপাইন এনজাইম ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

৩) গ্রিন টি: এই চায়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। গ্রিন টিয়ের টোনার ও ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। গ্রিন টি ব্রণ, দাগছোপের সমস্যা দূর করে দেবে।

৪) আলুর রস: ত্বক থেকে ট্যান তুলতে এবং দাগছোপ এড়াতে আলুর রস ব্যবহার করতে পারেন। ডার্ক সার্কেলের সমস্যা দূর করে দেয় আলুর রস।

৫) চালের জল: কোরিয়ান স্কিন কেয়ারের অবিচ্ছেদ্য অংশ চালের জল। চালের জল দিয়ে মুখ ধুলে ত্বকের সমস্যা সহজেই এড়াতে পারবেন। ত্বকের জেল্লা বাড়ানো থেকে ত্বকের কোমলতা বজায় রাখতে সাহায্য করে চালের জল।

৬) ডিম: ঝুলে পড়া চামড়াকে টানটান করে তুলতে সাহায্য করে ডিম। ডিমের সাদা অংশ মুখে মাখলে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাবকে নিয়ন্ত্রণে করে এবং ত্বককে টানটান করে রাখে।

৭) দই ও শসা: চোখের নীচের ফোলাভাব দূর করতে, ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে এবং ত্বকে শীতলতা ভাব আনতে দই ও শসার জুড়ি মেলা ভার।

Next Article