AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anti-aging Skin: বয়সের ভারে চামড়া ঝুলে পড়েছে? এই ৫ ঘরোয়া টোটকায় ত্বক হবে ২৫-এর মতো

Saggy Skin Home Remedies: বাজারে এমন অনেক প্রসাধনী পাওয়া যায়, যা ত্বকে এজিং প্রতিরোধ করে। কিন্তু মনের মতো ফল দিতে পারে না। মূলত কোলাজেনের পরিমাণ কমলে ত্বকের বয়স বাড়তে থাকে। এসব ক্ষেত্রে প্রসাধনীর ব্যবহারের বদলে ঘরোয়া টোটকার সাহায্য নিন।

Anti-aging Skin: বয়সের ভারে চামড়া ঝুলে পড়েছে? এই ৫ ঘরোয়া টোটকায় ত্বক হবে ২৫-এর মতো
| Edited By: | Updated on: Jun 24, 2024 | 10:49 AM
Share

বয়সের সঙ্গে ব্রণর সমস্যা কমে যায়। কিন্তু একটা ত্বকে বলিরেখা দেখা দিলে তাকে তাড়ানো সম্ভব নয়। এর চেয়ে বড় সমস্যা হল ঝুলে পড়া চামড়া। বয়সের সঙ্গে ত্বকে যে বার্ধক্য দেখা দেয়, তাকে এড়ানো খুব একটা সহজ কাজ নয়। কিন্তু ঝুলে পড়া চামড়াকে আপনি টানটান করতে পারবেন। বাজারে এমন অনেক প্রসাধনী পাওয়া যায়, যা ত্বকে এজিং প্রতিরোধ করে। কিন্তু মনের মতো ফল দিতে পারে না। মূলত কোলাজেনের পরিমাণ কমলে ত্বকের বয়স বাড়তে থাকে। এসব ক্ষেত্রে প্রসাধনীর ব্যবহারের বদলে ঘরোয়া টোটকার সাহায্য নিন। এমন ৫ ঘরোয়া প্রতিকার রয়েছে, যা ঝুলে যাওয়া চামড়াকে টানটান করতে সাহায্য করে। ত্বককে তরুণ দেখায়।

১) কলা ও দুধের ফেসপ্যাক: ত্বকের যত্নে ফুল ফ্যাট দুধ ব্যবহার করুন। পাকা কলা ম্যাশ করে নিন। এতে দুধ মিশিয়ে মুখ ও গলায় মাখুন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে।

২) ডিমের সাদা অংশ ও চিনি: চিনি খাওয়া ক্ষতিকারক। কিন্তু ত্বকে মাখলে বেশি দারুণ উপকার মেলে। ডিমের সাদা অংশের সঙ্গে ১/৮ চামচ চিনি ও ১ চামচ দই মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে ও গলায় মাখুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে চামড়ায় টান অনুভব করবেন। তখন মুখ ধুয়ে ফেলুন।

৩) দারুচিনির ফেসপ্যাক: ১ চামচ দারুচিনির গুঁড়ো ও ১ চামচ হলুদ গুঁড়োর একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে অলিভ অয়েল ও চিনি মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে মুখ ও গলায় স্ক্রাব করুন। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই চামড়া টানটান হবে।

৪) ওটমিল ও বেসনের ফেসপ্যাক: ১ চামচ ওটসের গুঁড়োর সঙ্গে ১ চামচ বেসন, মধু ও গোলাপ জল মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এই ফেসপ্যাক ত্বক থেকে সমস্ত টক্সিন পরিষ্কার করে দেয়, ওপেন পোরসের সমস্যা দূর করে এবং ত্বককে পুনরুজ্জীবিত করে। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।

৫) অ্যাপেল সিডার প্যাক: ১ কাপ জলে ১/৪ কাপ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে মুখে মাখুন। এতেও ত্বক টানটান থাকবে। এছাড়া ত্বকে ফেসিয়াল যোগা করতে পারেন। এতেও ত্বকের বার্ধক্য দূরে থাকবে।