রোদে গরমে তেতে পুড়ে মুখের উপর ট্যান পড়ে গিয়েছে? নিয়মিত শশা ও টমেটোর রস দিয়ে মুখ পরিস্কার করেও ত্বকের তরতাজা ভাব আসছে না? পার্লারে গিয়ে ত্বক পরিচর্চা করার সময় পাচ্ছেন না? রইল ত্বকের ট্যান তোলার ঘরোয়া উপায়।
সকলের বাড়িতেই আটা বা ময়দা মজুত থাকেই। ত্বকের পোড়াভাব দূর করতে শুধু আটা দিয়ে তৈরি ফেসপ্যাকেই ফিরবে উজ্জ্বলতা। ত্বকের পোড়া ভাব এক নিমেষে নির্মূল করতে আটার ফেসপ্যাক একেবারে পারফেক্ট।
খুব সাধারণ একটি ঘরোয়া টোটকা। কীভাবে বানাবেন ট্যান তোলার মোক্ষম ফেসপ্যাক, জেনে নিন এখানে…
– ২ টেবিল স্পুন আটা, ১ চা চামচ মধু নিন। মধু ত্বকের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। সঙ্গে ১ চা চামচ দই নিন। দই অনেকটা ব্লিচিংয়ের মতো কাজ করে। ১ টেবিল স্পুন গোলাপ জল নিন। গোলাপ জলের কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ১ চা চামচ ওটস মেশান। কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে একটি প্যাক তৈরি করুন।স নারকেল তেল ত্বকের উপরিভাগে মৃতকোষ নির্মূল করতে সাহায্য করে। প্যাকটি এবার সারা মুখে ও গলায়, হাতে ভাল করে লাগিয়ে ধীরে ধীরে ঘষুন। প্যাকটি ত্বকে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার করে এই প্যাক লাগান