
বর্ষাকাল মানেই ঝিরঝির বৃষ্টি, মেঘলা আকাশ আর সবুজে ঢাকা প্রকৃতি। তাই অনেকেই এই সময়ে পাহাড়ে বা জঙ্গলে ঘুরতে যেতে ভালবাসেন। তবে বর্ষাকালে ঘুরতে যাওয়ার সময় ব্যাগ গোছানোটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় প্রকৃতির খামখেয়ালিপনা একটু বেশিই দেখা যায়। সঠিকভাবে ব্যাগ গোছাতে না পারলে পুরো ট্রিপটাই মাটি হয়ে যেতে পারে। বর্ষাকালীন ভ্রমণের জন্য কী কী প্রয়োজনীয় জিনিস রাহতে হবে?
১। ওয়াটারপ্রুফ ব্যাগ ও কভার –
বর্ষাকালের ভ্রমণের জন্য সবচেয়ে জরুরি হলো একটি ভাল মানের ওয়াটারপ্রুফ ব্যাগ। সঙ্গে একটি রেনকভার রাখুন যাতে হঠাৎ বৃষ্টি হলেও ব্যাগের ভেতরের জিনিসপত্র ভিজে না যায়।
২। হালকা ও দ্রুত শুকায় এমন পোশাক –
সুতির কাপড়ের বদলে সিন্থেটিক বা ড্রাই-ফিট জামাকাপড় রাখুন যা সহজে শুকিয়ে যায়। অতিরিক্ত পোশাক রাখার পরিবর্তে কম কিন্তু দরকারি কাপড় রাখুন।
৩। এক্সট্রা প্লাস্টিক বা জিপলক ব্যাগ –
বৃষ্টির জল থেকে ইলেকট্রনিক গ্যাজেট, টাকা, পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজপত্র বাঁচাতে আলাদা করে জিপলক ব্যাগে ভরে রাখুন। ব্যবহৃত ভেজা কাপড় রাখার জন্য প্লাস্টিক ব্যাগও কাজে লাগবে।
৪। ছোট ছাতা ও রেইনকোট –
হালকা একটি ছাতা এবং একটি ফোল্ডেবল রেইনকোট রাখুন। অনেক সময় পাহাড়ি এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়, তখন এগুলো খুব কাজে দেয়।
৫। স্লিপপ্রুফ জুতো –
বর্ষাকালে ভেজা জায়গায় চলাফেরা করতে হলে স্লিপপ্রুফ স্যান্ডেল বা জলদৃষ্ট জুতো অত্যন্ত দরকারি। ক্যানভাস বা চামড়ার জুতো ভিজে গন্ধ ছড়াতে পারে, তাই তা এড়িয়ে চলুন।
৬। ওষুধ ও স্যানিটারি সামগ্রী –
বর্ষায় ঠান্ডা, সর্দি, পেটের সমস্যা সাধারণ ঘটনা। তাই প্যারাসিটামল, অ্যান্টাসিড, ব্যান্ডএইড, এবং নিজের প্রয়োজনীয় ওষুধগুলো সঙ্গে রাখুন। সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ও ওয়েট টিস্যুও রাখতে ভুলবেন না।
৭। পাওয়ার ব্যাংক ও ওয়াটারপ্রুফ কভার –
ভিজে গেলে ফোন বন্ধ হয়ে যেতে পারে, তাই ফোনের জন্য ওয়াটারপ্রুফ পাউচ এবং চার্জ না ফুরানোর জন্য পাওয়ার ব্যাংক অবশ্যই রাখতে হবে।