Diwali Special Beauty Tips: দিওয়ালিতে নিজেকে সুন্দর দেখাবেন কীভাবে? রইল টিপস

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 03, 2021 | 4:14 PM

দিওয়ালির ব্যস্ততায় নিজের দিকে তাকানোর সময় পাচ্ছেন না। কম সময়ে নিজেকে কীভাবে সুন্দর দেখাবেন? রইল টিপস

1 / 6
দিওয়লিতে বাড়ি সাজানো হয়ে গিয়েছে। স্পেশ্যাল ড্রেসটাও কিনে ফেলেছেন। পার্টি করার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু ভাবছেন এত প্রস্তুতির পর মুখে যদি ক্লান্তি থাকে তাহলে তো ভালই দেখাবে না। দিওয়ালিতে নিজেকে উজ্জ্বল দেখাবে কী করে? রইল তারই টিপস।

দিওয়লিতে বাড়ি সাজানো হয়ে গিয়েছে। স্পেশ্যাল ড্রেসটাও কিনে ফেলেছেন। পার্টি করার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু ভাবছেন এত প্রস্তুতির পর মুখে যদি ক্লান্তি থাকে তাহলে তো ভালই দেখাবে না। দিওয়ালিতে নিজেকে উজ্জ্বল দেখাবে কী করে? রইল তারই টিপস।

2 / 6
প্রত্যেকের ত্বকের ধরণ এক এক রকমের হয়। নিজের ত্বকের ধরণ বুঝে সেই ধরনের প্রোডাক্ট কেনা উচিত। সঠিক ক্লিনজার ব্যবহার করা দরকার। সবার প্রথমে ত্বককে পরিস্কার রাখা ভীষণই প্রয়োজন।

প্রত্যেকের ত্বকের ধরণ এক এক রকমের হয়। নিজের ত্বকের ধরণ বুঝে সেই ধরনের প্রোডাক্ট কেনা উচিত। সঠিক ক্লিনজার ব্যবহার করা দরকার। সবার প্রথমে ত্বককে পরিস্কার রাখা ভীষণই প্রয়োজন।

3 / 6
এক্সফলিয়েশন খুবই গুরুত্বপূর্ণ স্টেপ । অনেকেই এই পদক্ষেপটি এড়িয়ে যায়। ত্বকের যত্ন নিতে এই স্টেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেড স্কিন সেল গুলিকে সরাতে সাহায্য করে এক্সফোলিয়েশন।

এক্সফলিয়েশন খুবই গুরুত্বপূর্ণ স্টেপ । অনেকেই এই পদক্ষেপটি এড়িয়ে যায়। ত্বকের যত্ন নিতে এই স্টেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেড স্কিন সেল গুলিকে সরাতে সাহায্য করে এক্সফোলিয়েশন।

4 / 6
ত্বক ক্লিন এবং এক্সফোলিয়েশনের পর ত্বকের কোষগুলি খুলে যায়। ফলে সেই মূহুর্তে ত্বকে যে কোনও ক্রিম অথবা মশ্চারাইজার লাগানো একান্ত প্রয়োজন। সঠিক মশ্চারাইজার ত্বককে নরম করে। বিভিন্ন ত্বকের জন্য মশ্চারাইজার বিভিন্ন হয়

ত্বক ক্লিন এবং এক্সফোলিয়েশনের পর ত্বকের কোষগুলি খুলে যায়। ফলে সেই মূহুর্তে ত্বকে যে কোনও ক্রিম অথবা মশ্চারাইজার লাগানো একান্ত প্রয়োজন। সঠিক মশ্চারাইজার ত্বককে নরম করে। বিভিন্ন ত্বকের জন্য মশ্চারাইজার বিভিন্ন হয়

5 / 6
বাড়িতে দিওয়ালির প্রস্তুতি তুঙ্গে। আর এই ব্যস্ততার মাঝে নিজের যত্ন নেওয়া কি সম্ভব? তার মধ্যেও নিজেকে সুন্দর দেখানোর জন্য ব্যবহার করতে পারেন ফেস মাস্ক

বাড়িতে দিওয়ালির প্রস্তুতি তুঙ্গে। আর এই ব্যস্ততার মাঝে নিজের যত্ন নেওয়া কি সম্ভব? তার মধ্যেও নিজেকে সুন্দর দেখানোর জন্য ব্যবহার করতে পারেন ফেস মাস্ক

6 / 6
সবার শেষে মুখে সিরাম ব্যবহার করতে পারেন। যা চটজলদি আপনার ত্বককে গ্লো করতে সাহায্য করবে।

সবার শেষে মুখে সিরাম ব্যবহার করতে পারেন। যা চটজলদি আপনার ত্বককে গ্লো করতে সাহায্য করবে।

Next Photo Gallery