প্রত্যেক ইভেন্টের জন্য সেই একই মেকআপ লুকে নিজে বোর হয়ে গিয়েছেন! যদি নিজেকে সকলের থেকে আলাদা দেখাতে চান, তাহলে এবার মেকআপের জন্য একটু সাহসী পদক্ষেপ নিতেই হবে। অনেকেই নিজের পছন্দের তারকাদের মেকআপ রুটিন ও সিগনেচার মেকআপ স্টাইল ফলো করেন। টিনসেল টাউনের গ্ল্যামারাস অভিনেত্রী করিনা কাপুরের সিগনেচার কাজল মেকআপ আপনাকে সকলের থেকে আলাদ করে তুলবে।
বাড়ি থেকে বের হলেই করিনার চোখে আপনি মোটা ও গাঢ় করে কাজল পরতে দেখবেন। অনেক অভিনেত্রীই চোখকে হাইলাইট করার জন্য চোখে কাজল পরতে ভালবাসেন। কিন্তু করিনার আই মেকআপ সকলের চোখ আকর্ষণ করে অনেক বেশি। প্রতিটি অনুষ্ঠান, তা সে বিয়ের অনুষ্ঠানই হোক বা কোনও অ্য়াওয়ার্ড অনুষ্ঠান, করিনার স্টেটমেন্ট লুকের জন্য কাজল আঁকা চোখ কখনও ভুল হয় না। করিনার মত কাজল লুক করার জন্য ১০টি ধাপ আপনাকে পূরণ করতেই হবে।
– প্রথমে মেকআপ শুরুর আগে চোখ ও ত্বককে হাইড্রেট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ময়েশ্চারাইজিং মেকআপ পণ্যগুলিকে আরও ভালভাবে প্রয়োগ করতে সহায়তা করে। মেকআপ শুরুর আগে চোখের নীচে ও উপরে আইক্রিম বা আন্ডার আইক্রিম ব্যবহার করুন।
– চোখের ত্বককে মসৃণ করতে প্রাইমার ব্যবহার করুন। এতে মেকআপ ভাল ফুটে ওঠে।
– চোখের নীচে কালো দাগ বা ছোপ থাকলে অরেঞ্জ কনসিলার বা কালার কারেক্টর ব্যবহার করুন। এতে ত্বককে টোন করতে ও মুখের ত্বকের রঙের সঙ্গে সমান করতে সাহায্য় করে। এছাড়া এর ফলে আউশ্যাডোর রঙ উজ্জ্বল করতেও সাহায্য করে।
– ত্বকের রঙের চেয়ে এক টোন হালকা কনসিলার বেছে নিন। অরেঞ্জ কারেক্টর কনসিলার দেওয়ার সময় এই টোনের কনসিলার প্রয়োগ করুন। তাতে আই মেকআপ আরও উজ্জ্বল দেখায়।
– ফাউন্ডেশন ত্বককে পরিস্কার ও সতেজ করে তোলে। এই সৌন্দর্য বজায় রাখার জন্য চোখের পাতার উপরে ও চোখের নীচে সামান্য প্রয়োগ করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিন। আই মেকআপের বেসিক আপনার তৈরি।
– এবার একটি ভাল পণ্যেক কাজল নিয়ে নিচের ল্যাশ লাইন অনুযায়ী কাজল পরুন। স্মোকি এফেক্ট দেওয়ার জন্য রেখার মত কাজল পরুন। এরপর ল্যাশলাইনের উপরেও কাজলের রেখা টানুন। পুরু স্তর করতে ভুলবেন না যেন। কাজল দেওয়ার পর স্পাজার দিয়ে ভাল করে স্প্রেড করে মসৃণ করে নিন।
এবার লোয়ার ল্যাশলাইনে মাস্কারা ব্যবহার করুন। পরের ধাপে চোখ হাইলাইট করার জন্য মাস্কারা ব্যবহার করুন। চোখকে হাইলাইট করার জন্য ফলস ল্যাশেস ব্যবহার করতে পারেন। ভলিউম বাড়ানোর জন্য ল্যাশেসকে কার্ল করতে পারেন।
– চোখের মেকআপে স্বচ্ছ করতে ও ক্লিন ফিনিশ করতে কিউ-টিপ ব্যবহার করুন।
-যে কোনও আইশ্যাডো শেড ব্যবহার করতে পারেন। মেকআপ শেষ হওয়ার আগে পণ্যগুলিকে ত্বকের মধ্যে ব্লেন্ড করার জন্য মুখে লুজ পাউডার ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: Deepika Padukone: দীপিকার চুল ও ত্বকের সৌন্দর্যের আসল রহস্য ফাঁস! রইল ১০টি গুরুত্বপূর্ণ হ্যাকস