
আরেকটা বছর শেষ হতে চলল। বছরের ১১টা মাস কাটিয়ে এখন ডিসেম্বর। তার সঙ্গে চলছে বিয়ে বাড়ি, ফিল্ম ফেস্টিভ্যাল, হস্তশিল্পের মেলা। আর সপ্তাহখানেক পর পার্কস্ট্রিট সেজে উঠবে আলো রোশনায়। কিন্তু আপনার চোখের তলার কালশিটে ভাব দূর হওয়ার নাম নেই। মেকআপ দিয়ে ডার্ক সার্কেল ঢাকলেও এটি আপনার সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই বছরের শেষে এসে ডার্ক সার্কেল দূর করা জরুরি। দেহে পুষ্টির ঘাটতি থেকে শুরু করে মানসিক চাপ, অনিদ্রা চোখের তলায় চওড়া কালির কারণ। খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকার পাশাপাশি ঘরোয়া টোটকা দিয়ে ডার্ক সার্কেল দূর করুন।
আমন্ড তেল: কয়েক ফোঁটা আমন্ডের তেল নিয়ে চোখের চারপাশে মালিশ করুন। অন্তত ১ মিনিট ম্যাসাজ করতে হবে। তারপর ১৫ মিনিট অপেক্ষা করুন এবং ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগেও আপনি এই টোটকা কাজে লাগাতে পারেন।
শসার সাহায্য নিন: ডার্ক সার্কেল দূর করার ক্ষেত্রে শসা খুব কার্যকর। শসা মিক্সিতে পেস্ট করে এর রস বের করে নিন। এই শসার রসে তুলোর বল ডুবিয়ে নিন। এরপর দুটো তুলোর বল চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। শসা ত্বককে উজ্জ্বল করতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। শসার রসের সঙ্গে লেবুর রস মিশিয়েও চোখের উপর লাগাতে পারেন।
দুধ ও কেশর: দুধ ত্বককে পুষ্টি জোগাতে এবং ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। দুধের মধ্যে কয়েকটা কেশর ফেলে দিন। এবার ওই দুধে তুলোর বল ডুবিয়ে নিন। তারপর ওই দুধে ভেজানো তুলো চোখের উপর রাখুন। ২০ মিনিট পর মুখ ধুয়ে নিন। এতে আপনার চোখের তোলার ফোলাভাবও কমবে।
গোলাপ জল: গোলাপ জল চোখের তলার কালো ছোপ দূর করতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। তুলোর বলে গোলাপ জল নিয়ে চোখের উপর রাখতে পারেন। ১৫-২০ মিনিট তুলোর বল সরিয়ে নিন। এই টোটকায় ডার্ক সার্কেল সহজেই দূর হয়ে যাবে।
অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল ত্বকের অনেক সমস্যার সমাধান করে দেয়। তার মধ্যে ডার্ক সার্কেলও রয়েছে। অ্যালোভেরা জেল চোখের চারপাশের ত্বককে হাইড্রেট রাখে এবং ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। চোখের চারপাশে অ্যালোভেরা জেল লাগিয়ে মিনিট দুয়েক মালিশ করুন। তারপর ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে নিন।