Make Up Tips: সামনেই বিয়েবাড়ি, কালেকশনে কোন কোন লিপস্টিক অবশ্যই রাখবেন

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Oct 13, 2022 | 12:52 PM

Lipsticks Collection:পিচ পিংক, কমলা এসব রং বেছে নিয়ে লাগিয়ে নিন ঠোঁটে। এতে দেখতে যেমন ভাল লাগবে তেমনই স্টাইলিশও লাগবে

1 / 6
পুজোর থেকেই যেন শুরু হয়ে যায় উৎসবের আমেজ। আর মাত্র কয়েকদিন পরই কালীপুজো। কালীপুজো কাটতে না কাটতেই এসে পড়বে বাঙালির বহু কাঙ্খিত আঘ্রাণ মাস। অঘ্রাণ মাসেই সবচেয়ে বেশি বিয়েবাড়ি হয়।

পুজোর থেকেই যেন শুরু হয়ে যায় উৎসবের আমেজ। আর মাত্র কয়েকদিন পরই কালীপুজো। কালীপুজো কাটতে না কাটতেই এসে পড়বে বাঙালির বহু কাঙ্খিত আঘ্রাণ মাস। অঘ্রাণ মাসেই সবচেয়ে বেশি বিয়েবাড়ি হয়।

2 / 6
যে কোনও অনুষ্ঠান মানেই সাজগোজ আর ছবি তোলা। আর তাই পোশাকের সঙ্গে সঙ্গে নজর দিন মেকআপ বক্সেও। মেয়েদের সবথেকে আগে যা দরকার হয় তা হল লিপস্টিক। দেখে নিন কালেকশনে কোন কোন রঙের লিপস্টিক রাখবেনই-

যে কোনও অনুষ্ঠান মানেই সাজগোজ আর ছবি তোলা। আর তাই পোশাকের সঙ্গে সঙ্গে নজর দিন মেকআপ বক্সেও। মেয়েদের সবথেকে আগে যা দরকার হয় তা হল লিপস্টিক। দেখে নিন কালেকশনে কোন কোন রঙের লিপস্টিক রাখবেনই-

3 / 6
পার্টি হোক বা বিয়েবাড়ি, লাল ঠোঁট ছাড়া বেমানান! এমন একটা লাল রং কিনুন যা ঠিক গড়পড়তা টকটকে লাল নয়, বরং একটু গোলাপি ঘেঁষা! আপনার পোশাকের রং যেমনই হোক, সব কিছুর সঙ্গেই মানিয়ে যাবে এই অন্যরকম লাল শেড

পার্টি হোক বা বিয়েবাড়ি, লাল ঠোঁট ছাড়া বেমানান! এমন একটা লাল রং কিনুন যা ঠিক গড়পড়তা টকটকে লাল নয়, বরং একটু গোলাপি ঘেঁষা! আপনার পোশাকের রং যেমনই হোক, সব কিছুর সঙ্গেই মানিয়ে যাবে এই অন্যরকম লাল শেড

4 / 6
কফি কালার অনেকেরই খুব পছন্দের। শীতের দিনে যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যায় এই রং। আর তাই এমন রঙের একটা লিপস্টিক কিন্তু রাখবেনই।

কফি কালার অনেকেরই খুব পছন্দের। শীতের দিনে যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যায় এই রং। আর তাই এমন রঙের একটা লিপস্টিক কিন্তু রাখবেনই।

5 / 6
ন্যুড শেড অনেকদিন ধরে ট্রেন্ডিং। দিনে কিংবা রাতে যে কোনও সময় পরা যায় এই লিপস্টিক। রাতে এর উপর লিপগ্লসও লাগিয়ে নিতে পারেন।

ন্যুড শেড অনেকদিন ধরে ট্রেন্ডিং। দিনে কিংবা রাতে যে কোনও সময় পরা যায় এই লিপস্টিক। রাতে এর উপর লিপগ্লসও লাগিয়ে নিতে পারেন।

6 / 6
ঠোঁটের ইশারায় সাহসী হয়ে উঠতে চাইলে আপনার সংগ্রহে থাকতেই হবে মেটালিক বার্গান্ডি শেডের লিপস্টিক। গাঢ় লাল রঙে এই লিপস্টিকে একটা ধাতব ফিনিশ থাকে। ভিড়ের মধ্যে আলাদা হতে চাইলে অবশ্যই স্টকে রাখুন এই শেডটি।

ঠোঁটের ইশারায় সাহসী হয়ে উঠতে চাইলে আপনার সংগ্রহে থাকতেই হবে মেটালিক বার্গান্ডি শেডের লিপস্টিক। গাঢ় লাল রঙে এই লিপস্টিকে একটা ধাতব ফিনিশ থাকে। ভিড়ের মধ্যে আলাদা হতে চাইলে অবশ্যই স্টকে রাখুন এই শেডটি।

Next Photo Gallery