হিমালয়ান পিঙ্ক সল্ট বা গোলাপী লবণের সুন্দর রঙের আকর্ষণে মোহিত হবেন নিশ্চয়। বিশ্বের সবচেয়ে বিশুদ্ধতম সমুদ্রের লবণ এটি। অনেক খাবার তৈরিতে এই লবণের ব্যবহার করা হয়, তবে এই লবণের বিশেষ গুণ থাকায় শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর বলে মানা হয়। খাঁটি ও প্রাকৃতিক গোলাপী লবণ পাকিস্তানের হিমালয় পর্বতের পাদদেশ সবচেয়ে বেশি পাওয়া যায়।
এই লবণের প্রক্রিয়া কম হওয়ায় লুনের সব গুণই বর্তমান থাকে। এতে ভরপুর রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজ পদার্থ। শুধু স্বাস্থ্যের জন্য নয়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্যও এই আশ্চর্যজনক উপাদান দারুণ কার্যকরী। হিমালয়ের গোলাপী লবণ ত্বকে জ্বালা এবং লালভাব হ্রাস করে বলে জানা যায়।
এটি প্রদাহ কমাতেও সহায়তা করে। এটি একটি দুর্দান্ত এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে এবং ত্বকের মৃত কোষগুলি থেকে ত্বককে মুক্তি দেয়, যা ত্বককে তারুণ্যপূর্ণ এবং সতেজ করে তোলে। হিমালয়ের গোলাপী লবণ তার বিষমুক্ত গুণাবলীর কারণে একটি দুর্দান্ত টোনার তৈরি করে এবং ত্বক থেকে বিষাক্ত পদার্থ বের করে। সৌন্দর্য পরিচর্চায় হিমালয়ান গোলাপী লবণ কী-কী ভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন।
ফুট স্ক্রাবার
পায়ের ট্যান তুলতে এবং ত্বকের মৃত কোষ দূর করতে গোলাপী লবণের স্ক্রাবার তৈরি করতে পারবেন। এর জন্য ১ কাপ হিমালয়ান গোলাপী লবণ নিন, তাতে ১/৩ কাপ নারকেল তেল মেশান। তাতে ১০-১৫ ফোঁটা আপনার প্রিয় এসেন্সিয়াল অয়েল যোগ করুন। এবার এই মিশ্রণটি পায়ের ওপর প্রয়োগ করুন। ৪-৫ মিনিট স্ক্রাব করার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
বাথ সল্ট
হিমালয়ান গোলাপী লবণ দিয়ে বাথ সল্টও তৈরি করতে পারবেন আপনি। এর জন্য ১/২ কাপ হিমালয়ান গোলাপী লবণ এবং ১/২ কাপ ইপসম লবণ নিন। তাতে ১ চামচ আমন্ড অয়েল যোগ করুন। এবার এই মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন। এতে ত্বকের ওপর জমে থাকা ময়লা দূর হয়ে যাবে।
ফেস টোনার
হিমালয়ান গোলাপী লবণ দিয়ে আপনার টোনারও তৈরি করতে পারবেন। এর জন্য এক কাপ জলে ১/২ চামচ হিমালয়ান গোলাপী লবণ এবং ১/২ চামচ নারকেল তেল মেশান। ত্বক ভাল করে পরিষ্কার করার পর এই টোনার ত্বকের ওপর ব্যবহার করুন।
ফেস মাস্ক
ত্বক এক্সফোলিয়েট করার জন্য হিমালয়ান গোলাপী লবণ দিয়ে আপনি ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। এর জন্য ১/২ চামচ হিমালয়ান গোলাপী লবণ নিন এবং তাতে ২ চামচ মধু ও ১ চামচ নারকেল তেল যোগ করুন। এবার এই মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন। ১০ মিনিট ত্বকের ওপর রাখার পর ৩ মিনিট আলতো হাতে ত্বকের ওপর স্ক্রাব করুন। এতে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।
আরও পড়ুন: শীতকালে পায়ের ‘এক্সট্রা’ যত্ন নিতে বাড়িতেই করুন পেডিকিওর! কীভাবে করবেন, রইল প্রতিটি ধাপ