Vitamin C face pack: ৩০০ টাকার সিরাম ছেড়ে ভিটামিন সি ফেসপ্যাক মাখুন ত্বকে, মুখে জেল্লা ফুটে উঠবে রাতারাতি

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 17, 2023 | 7:30 AM

Anti-aging Face Pack: শিট মাস্ক হোক বা সিরাম, এগুলো কিনতে গাঁটের কড়ি খসাতে হয়। যদি ১ টাকাও খরচ না করে ত্বকে ভিটামিন সি-এর উপকারিতা পেয়ে যান, তাহলে কেমন হবে? ভিটামিন সি যুক্ত ফল খাওয়ার পাশাপাশি মুখে মাখতে পারেন ভিটামিন সি ফেসপ্যাক।

Vitamin C face pack: ৩০০ টাকার সিরাম ছেড়ে ভিটামিন সি ফেসপ্যাক মাখুন ত্বকে, মুখে জেল্লা ফুটে উঠবে রাতারাতি

Follow Us

রূপচর্চার দুনিয়ায় ভিটামিন সি সিরামের রমরমা। নিয়মিত মুখে ভিটামিন সিরাম মাখলে ত্বকের টেক্সচার উন্নত হয়, দাগছোপ হালকা হয়ে যায়। হাইপারপিগমেন্টে‌শনের ভুগলে ভিটামিন সি সিরাম দারুণ উপযোগী। ত্বককে ভাল রাখার জন্য আপনি ভিটামিন সি যুক্ত ফলও খেতে পারেন। আমলকি, কমলালেবুর মতো ফলে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

ভিটামিন সি ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে, অক্সিডেটিভ চাপ কমায় এবং ত্বককে প্রদাহের হাত থেকে সুরক্ষিত রাখে। পাশাপাশি ভিটামিন সি ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে। এটি ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে এবং ত্বকের টানটান ভাব বজায় রাখে। অর্থাৎ, ভিটামিন সি ত্বকের উপর বার্ধক্যের ছাপকে প্রতিরোধ করে। এই কারণে ত্বকের উপর ভিটামিন সি-এর কদর এত বেশি।

আজকাল ভিটামিন সি শিট মাস্কেরও জনপ্রিয় বাড়ছে। শিট মাস্ক হোক বা সিরাম, এগুলো কিনতে গাঁটের কড়ি খসাতে হয়। যদি ১ টাকাও খরচ না করে ত্বকে ভিটামিন সি-এর উপকারিতা পেয়ে যান, তাহলে কেমন হবে? ফল খাওয়ার পাশাপাশি মুখে মাখতে পারেন ভিটামিন সি ফেসপ্যাক। বাড়িতে তৈরি করে নিন ভিটামিন সি ফেসপ্যাক। ভিটামিন সি ফেসপ্যাক আপনার ত্বকে রাতারাতি জেল্লা ফিরিয়ে আনবে। আপনার নিস্তেজ ত্বক প্রাণ ফিরে পাবে ভিটামিন সি ফেসপ্যাকের গুণে।

বাড়িতে যেভাবে ভিটামিন সি ফেসপ্যাক তৈরি করবেন-

একটি বাটিতে ১ চামচ কমলালেবুর রস, ১ চামচ পাতিলেবুর রস, ১ চামচ মধু এবং ২ চামচ টক দই মিশিয়ে নিন। তৈরি ভিটামিন সি ফেসপ্যাক। এবার প্রথমে মুখ ভাল করে ধুয়ে নিন। এরপর এই ফেসপ্যাক লাগিয়ে নিন ত্বকে। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। এই ফেসপ্যাক ত্বকের জেল্লা বাড়াবে এবং জৌলুস ধরে রাখবে। এই ফেসপ্যাক সপ্তাহে একদিন করে ব্যবহার করলে বলিরেখা, সূক্ষ্মরেখা আপনার ত্বকের ধারের কাছে ঘেঁষবে না।

Next Article