স্যালাদে কিংবা খাবারে প্রায়শই ব্যবহার করা হয়ে থাকে অ্যাভোকাডোর তেল (Avocado Oil)। অ্যাভোকাডোর তেল মিনারেল, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ। যে কারণে স্বাস্থ্যকর রান্নার তেলের তালিকায় নাম রয়েছে অ্যাভোকাডোর তেলেরও। তবে আপনি কি জানেন পুষ্টি সমৃদ্ধ এই অ্যাভোকাডোর তেল স্বাস্থ্যের পাশাপাশি ত্বক (Skin Care) ও চুলের (Hair Care) জন্যও উপকারী। ত্বকের চুলকানিকে প্রশমিত করা থেকে শুরু করে শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করে।
নিয়মিত ত্বকের যত্ন নিয়েও অনেক সময় ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এর প্রধান কারণ হল দূষণ। দূষণের কারণে আমাদের ত্বক আরও ত্বক প্রাণহীন ও শুষ্ক হয়ে যায়। এই পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে পারে অ্যাভোকাডোর তেল। চলুন জানা যাক অ্যাভোকাডোর তেল ত্বকের জন্য কতটা উপকারী।
একজিমার সমস্যাকে দূর করে- একজিমা একটি ত্বকের অবস্থা যেখানে ত্বক শুষ্ক হয়ে যায়। এই কারণে লালভাবও দেখা দেয়। অ্যাভোকাডোর তেলে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এই তেল শুষ্ক ত্বক নিরাময়ে সাহায্য করে। ত্বকের জন্য এই তেল ব্যবহার করার আগে, একজিমা দ্বারা প্রভাবিত নয় এমন ত্বকে এর প্রভাব পরীক্ষা করুন।
ব্রণ প্রতিরোধ করে- ব্রণ শুরু হওয়ার একটি বড় কারণ হল ত্বকের ছিদ্রে তেলের অবশিষ্টাংশ জমে যাওয়া। অ্যাভোকাডোর তেল ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। এটিতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্রণের সঙ্গে যুক্ত লালভাব দূর করতে সাহায্য করে।
সান ট্যানের দাগ থেকে মুক্তি পেতে সাহায্য করে- সান ট্যানের দাগ অ্যাভোকাডোর তেলের সাহায্যে নিরাময় করা যেতে পারে। অ্যাভোকাডোর তেলে ভিটামিন ডি, ই, বিটা ক্যারোটিন, প্রোটিন এবং লেসিথিনের উপস্থিতি রোদে আক্রান্ত ত্বক নিরাময়ে সাহায্য করে।
বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ করে- প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় অ্যাভোকাডোর তেল আপনার ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। আরও ভাল প্রভাবের জন্য আপনার প্রতিদিন অ্যাভোকাডোর তেল খাওয়াও উচিত।
শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে- ভিটামিন ই এবং অলিক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় অ্যাভোকাডো তেল আপনার ত্বককে ময়েশ্চারাইজ করে। এটি শুষ্ক ত্বকের বলিরেখা দূরে রাখে। এই তেল ত্বকের ছিদ্রের গভীরে প্রবেশ করে এবং ত্বককে হাইড্রেট করে। ভালো ফলাফল পাওয়ার জন্য আপনি প্রতিদিন ঘুমানোর আগে আপনার মুখে অ্যাভোকাডোর তেল লাগায়ে মালিশ করতে পারেন।
আরও পড়ুন: শুষ্ক ও ফাটা ঠোঁটের যত্ন কীভাবে নেবেন? টিপস শেয়ার করলেন বিশেষজ্ঞরা
আরও পড়ুন: ব্রণর দাগ দূর করা সহজ কাজ নয়! টানা একমাস এই ফেসপ্যাক ব্যবহার করে নিজেই পার্থক্য দেখুন
আরও পড়ুন: কালারড হেয়ার হোক বা রিবন্ডিং হেয়ার, প্রি-কন্ডিশনিং রোজ করতে হবে: জাভেদ হাবিব