Besan Hair Mask: বেসনের হেয়ার মাস্ক! ঘন কালো একঢাল চুল পেতে আজ থেকেই ট্রাই করুন, গায়েব হবে খুশকির সমস্যা

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 11, 2023 | 7:33 AM

Hair Care Routine: এই হেয়ার মাস্কের গুণে শুধু খুশকির সমস্যাই নয়, অকালে চুল পড়া রোধ করে ঘন কালো ও একঢাল চুল পেতে ও চুলের গোড়া শক্তিশালী করতে সাহায্য করে।

Besan Hair Mask: বেসনের হেয়ার মাস্ক! ঘন কালো একঢাল চুল পেতে আজ থেকেই ট্রাই করুন, গায়েব হবে খুশকির সমস্যা
চুলের যত্নের জন্য বেসনের হেয়ার প্যাক কতটা কার্যকরী?

Follow Us

বহু যুগ ধরেই সৌন্দর্য বজায় রাখার জন্য বেসন ব্যবহার হয়ে আসছে। ত্বকের ফর্সা ভাব বজায় রাখতে, ব্রণ ও ব্রণের দাগ তুলতে, পিগমেন্টশন ও ত্বকের যে কোনও সমস্যার সমাধানে বেসনের প্যাক দারুণ কার্যকরী। সাধারণত ঘরোয়া উপায় হিসেবে বেসনের সঙ্গে এক চিমটে হলুদ ও দই দিয়ে তৈরি ফেসমাস্ক মুখের ত্বকে প্রয়োগ করলে একসঙ্গে দুভাবে কাজ করে। এক্সফোলিয়েশন ও ক্লিনজিংয়ের কাজ করে। ত্বকের মৃতকোষ নির্মূল করতে এই ফেসমাস্কের কোনও বিকল্প নেই। তবে শুধু মুখের নয়, মাথার ত্বক ও চুলের যত্নের জন্যও বেসনের মাস্ক অসম্ভব ভালো একটি উপায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের ত্বকের উপর একটি বড়সর প্রভাব তৈরি হয়। প্রত্যেক ঋতুতেই ত্বকের জন্য আলাদা আলাদা হ্যাকস অবলম্বন করতে হয়। বসন্তকাল শুরু পর থেকেই মাথায় খুশকির সমস্যা, চুল পড়ার সমস্যা আরও দ্বিগুণ হয়ে যায়। মাথার ত্বক তৈলাক্ত হয়ে খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এণন সমস্যার মুখোমুখি হলে সমাধান কোথায় রয়েছে? অতিসাধারণ ও রান্নাঘরে সবসময় মজুত থাকে এমন উপকরণই রয়েছে। সাধারণ কিন্তু কার্যকরী হেয়ার মাস্ক হিসেবে সপ্তাহে একবার করে ব্যবহার করলে মাথার ত্বকের অতিরিক্ত তেল ও খুশকির সমস্যা নির্মূল হবে। এই হেয়ার মাস্কের গুণে শুধু খুশকির সমস্যাই নয়, অকালে চুল পড়া রোধ করে ঘন কালো ও একঢাল চুল পেতে ও চুলের গোড়া শক্তিশালী করতে সাহায্য করে।

খুশকির সমস্যা মেটাতে

উপকরণ– বেসন, আয়ুর্বেদিক হেয়ার অয়েল, দই

পদ্ধতি- এই তিনটি উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। সব উপকরণ ভালো করে মিশে গেলে মাথার ত্বকে ভালভাবে প্রলেপ লাগিয়ে ম্যাসাজ করুন। কমপক্ষে ৩০ মিনিটের জন্য রেখে দিন। হালকা গরম জল ও সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করে চুলে ভালভাবে ধুয়ে নিন। তবে এই হেয়ার মাস্ক ব্যবহার করার আগে আপনার জন্য উপযুক্ত কিনা তা দেখে নেওয়ার জন্য কুনইয়ে একবার প্যাচ লাগিয়ে যাচাই করে নিন।

চুলের গোড়া ও মাথার ত্বক পরিষ্কার করতে

চুল পরিষ্কার করার জন্য বাজারে রাসায়নিক পদার্থ-যুক্ত শ্যাম্পু পাওয়া যায়, যার জেরে চুল পড়া, শিকড় আলগা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাতে চুল পডার সমস্যা আরও বেড়ে যায়। বেসন পুরোপুরি ভেষজ, তাই প্রাকৃতিকভাবে চুল পরিষ্কারের জন্য বেসন হল একটি সহজলোভ্য উপকরণ।

উপাদান- বেসন আর জল

পদ্ধতি- বেসন ও জল মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করুন। পাতলা করে পেস্ট বানিয়ে চুলের গোড়ায় ও ত্বকে প্রলেপ দিন। কমপক্ষে ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহার করলে মাথার ত্বক ভালোভাবে পরিষ্কার হয়, নরম ও চকচকে করতে সাহায্য করে। শুধু তাই নয়, খুশকি থেকে মুক্তি পেতেও এই হেয়ারপ্য়াক ব্যবহার করতে পারেন।

পুষ্টি জোগান দিতে

শুষ্ক ও নিস্তেজ মাথার ত্বককে নরম ওমসৃণ করে তুলতে বেসনের হেয়ারপ্যাক দারুণ কার্যকরী। কীভাবে করবে এই প্যাক, জানুন

উপাদান- ২ টেবিলস্পুন বেসন, ২ চা চামচ মধু, ১ চা চামচ নারকেল তেল, প্রয়োজন মতো জল ।

ব্যবহারের পদ্ধতি

বেসন, মধু, নারকেল তেল ও জল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার এই প্য়াকটি শ্যাম্পু হিসেবে মাথার চুলে ব্যবহার করুন। প্যাক প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আঙুলের আলতো চাপ দিয়ে ম্যাসাজ করুন ১০ মিনিট। সপ্তাহে ২ থেকে ৩ বার করলে চুল হল ঘন কালো ও মজবুত। একঢাল চুল পেতে এই প্যাক ব্যবহার করতে পারেন।

Next Article