Stretch Marks: পুজোয় ক্রপ টপ পরার ইচ্ছে রয়েছে? এভাবে অ্যালোভেরা জেল মেখে উধাও করুন স্ট্রেচ মার্কস

Aloe Vera Uses: অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলারা সবচেয়ে বেশি স্ট্রেচ মার্কসের সম্মুখীন হন। তলপেট জুড়ে সাদা লম্বা-লম্বা স্ট্রেচ মার্কস দেখা যায়। স্ট্রেচ মার্কসের সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষ তেলের সাহায্য নেন। বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে, তাহলে আর কোনও টোটকারই প্রয়োজন পড়ে না।

Stretch Marks: পুজোয় ক্রপ টপ পরার ইচ্ছে রয়েছে? এভাবে অ্যালোভেরা জেল মেখে উধাও করুন স্ট্রেচ মার্কস

| Edited By: megha

Sep 24, 2023 | 10:13 AM

অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলারা সবচেয়ে বেশি স্ট্রেচ মার্কসের সম্মুখীন হন। তলপেট জুড়ে সাদা লম্বা-লম্বা স্ট্রেচ মার্কস দেখা যায়। আবার ওজন বেড়ে গেলে বা কমে গেলেও পা, হাত ও কোমর জুড়ে স্ট্রেচ মার্কস দেখা যায়। স্ট্রেচ মার্কসের সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষ তেলের সাহায্য নেন। আবার অনেকে প্রতিকারই খোঁজেন না। তবে, বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে, তাহলে আর কোনও টোটকারই প্রয়োজন পড়ে না।

অ্যালোভেরা ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে অ্যালোভেরা। পাশাপাশি স্ট্রেচ মার্কসের ক্ষেত্রে ময়েশ্চারাইজেশন জরুরি। এই কাজটাও দক্ষতার সঙ্গে করে অ্যালোভেরা। এছাড়া ত্বককে ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে অ্যালোভেরা। স্ট্রেচ মার্কস দূর করতে কীভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন, রইল টিপস।

স্ট্রেচ মার্কস দূর করতে যে উপায়ে অ্যালোভেরা জেল মাখবেন-

১) ১ চামচ তাজা অ্যালোভেরা জেল নিয়ে স্ট্রেচ মার্কসের উপর মালিশ করুন। এটি ধোয়ার প্রয়োজন নেই। দিনে দু’বার এভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এতে ধীরে-ধীরে স্ট্রেচ মার্কস দূর হয়ে যাবে।

২) অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটি স্ট্রেচ মার্কসের উপর মালিশ করুন। দিনে দু’বার নারকেল তেল ও অ্যালোভেরা জেল মাখলেও উপকার পাবেন। নারকেল তেলের মধ্যেও ময়েশ্চারাইজিং এজেন্ট রয়েছে। এটি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে এবং ত্বককে মসৃণ করে তোলে

৩) ১ চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে ২টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে স্ট্রেচ মার্কসের উপর মালিশ করুন। ভিটামিন ই ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। দিনে দু’বার ভিটামিন ই অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল ব্যবহার করলে দ্রুত উপকার মিলবে।

৪) স্ট্রেচ মার্কস দূর করার জন্য স্ক্রাবিংও জরুরি। অ্যালোভেরা জেলের সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে স্ট্রেচ মার্কসের উপর স্ক্রাব করুন। ৫ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই টোটকা মেনে চলুন। এতে ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ দূর হয়ে যাবে।

৫) ক্যাস্টর অয়েল ভারী হওয়ায় চট করে কেউ ব্যবহার করতে চান না। ত্বকের উপর ক্যাস্টর অয়েল লাগালে চটচট করে। কিন্তু অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাখলে উপকার পাবেন। এই মিশ্রণটি স্ট্রেচ মার্কসের উপর লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। চাইলে আপনি সারারাতও স্ট্রেচ মার্কসের উপর অ্যালোভেরা জেল ও ক্যাস্টর অয়েলের মিশ্রণ লাগিয়ে রাখতে পারেন। দিনে দু’বার ব্যবহার করলে সবচেয়ে ভাল উপকার পাবেন।