প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে বাইরের কোনও পণ্য ব্যবহার করার আগে ভারতীয়রা আগে নিজেদের রান্নাঘরের বিভিন্ন উপকরণের দিকে নজর রাখে। ত্বকের সুস্থতার জন্য রান্নার নানান উপাদানে রয়েছে সত্যিকারের প্রাকৃতিক গুণ। তাই হলুদ থেকে দইয়ের মত নানান উপকরণ ত্বকের ফেসমাস্ক হিসেবে ব্যবহার করা হয়। এই পদ্ধতি আজকের নয়। বরং যুগ যুগ ধরে চলে আসছে। ঠাকুমা-দিদিমার সময় থেকেই ত্বকের পরিচর্চার জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে রান্নার পকরমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আর সেই সব তালিকার মধ্যে বেসন অন্যতম। ছোলার আটা বা বেসন হল ত্বকের যত্নের জন্য সেরা ও ম্যাজিক উপাদান। স্কিনকেয়ার রুটিনের মধ্যে বেসন নিয়মিত ব্যবহার করলে দারুণ ফল পাওয়াযা। উজ্জ্বলতার পাশাপাশি ট্যান অপসারণ করতে এই ঘরোয়া উপাদান সত্যিই উপকারী হিসেবে ধরা হয়। মুখের ত্বকে বেসন ব্যবহার করা সুবিধা ও অসুবিধাগুলি কী কী, তা দেখে নেওয়া প্রয়োজন।
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে অনেকেই বেসন ব্যবহার করেন। অনেকেই বিশ্বাস করেন যে এই বিশেষ ময়দা ত্বককে পরিস্কার করতে বিশেষ ভূমিকা পালন করে। ট্যান নির্মূল করতেও এর কোনও বিকল্প নেই। উজ্জ্বল ত্বকের জন্য প্রায়শই ত্বকের এক্সফোলিয়েটর হিসেবে এটি ব্যবহার করা যায়। তবে শুধু পরিস্কার ও উজ্জ্বল ত্বকের জন্যই ন, ট্যান নির্মূল করতেও এই ঘরোয়া উপকরণ দারুণ কাজে দেয়। বেসন দিয়ে যেমন ফেসমাস্ক তৈরি করা যায়, তেমন একটি উপকারী স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা সম্ভব।
ট্যান থেকে মুক্তি পাওয়া অত্য়ন্ত কঠিন একটি ব্যাপার। বেশ কয়েকটি ফেসিয়াল ও ত্বকের চিকিত্সা রয়েছে, যা প্রাকৃতিকভাবে প্রতিকারের প্রয়োজন লাগে। তার মধ্যে বেসন হল অন্যতম সেরা উপকরণ। ত্বকের উপকিভাগে মৃতকোষগুলিকে আলতো করে এক্সফোলিয়েট করতে সহায়তা করে। তবে বেসনের উপকারিতার পাশাপাশি এই উপাদান ত্বকের ক্ষতিও করে। এমন কিছু ঘরোয়া উপকরণ রয়েছে, যেগুলি সঠিকভাবে প্রয়োগ না করলে ভালোর চেয়ে ক্ষতিই বেশি করে। ত্বকে বেসন ব্যবহার করা সুবিধা ও অসুবিধাগুলি কী কী, দেখা নেওয়া যাক…
সুবিধা
-ট্যান দূর করা
-ত্বকের তেল কমায়
– ত্বক হালকা করে
– এক্সফোলিয়েট করে
– অতিরিক্ত চুল নির্মূল করে
– ব্ল্যাকহেডস দূর করে
– ব্রণের দাগ দূর করে
– ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
– ত্বক পরিষ্কার করে
– ত্বকের সামগ্রিক টেক্সচার উন্নত করে
অসুবিধা
– ঘষলে তীব্র জ্বালা অনুভব হতে পারে
– ব্রণ ব্রেক আউট হতে পারে
– শুষ্ক ত্বক খারাপ করে তুলতে পারে
– ছিদ্র আটকাতে পারে
– আরও তেল উৎপাদন করে ত্বক তৈলাক্ত করে তুলতে পারে
আরও পড়ুন: Skin Care Tips: রোদ থেকে দূরে থাকেন? কিন্তু ত্বকে রোদ লাগানো ভাল, কিন্তু করবেন কেন