Body Polishing At Home: পার্লারের এক গাদা টাকা বাঁচিয়ে, বাড়িতেই বডি পলিশিং করুন সহজে

Body Polishing Tips: এছাড়াও ব্যবহার করতে পারেন সামুদ্রিক লবণও। স্নানের জলে কয়েক চিমটি সামুদ্রিক লবণ মেশান এবং সেই জল দিয়ে স্নান করে নিন। দেখবেন ত্বক ঝকঝকে ও মসৃণ হয়ে যাবে।

Body Polishing At Home: পার্লারের এক গাদা টাকা বাঁচিয়ে, বাড়িতেই বডি পলিশিং করুন সহজে
বাড়িতেই বডি পলিশিং

| Edited By: Sneha Sengupta

Jul 17, 2023 | 12:48 PM

বর্তমানে মুখ, চুলের পাশাপাশি গোটা শরীরের যত্ন নেওয়াটাও ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে পার্লারে গিয়ে টাকা খসিয়ে বডি পলিশিং করান অনেকেই। তবে অনেক সময়ই এতে কাজের কাজ হয় না অন্যদিকে এক গাদা টাকাও গচ্চা যায়।

আপনি কি জানেন বাড়িতেই সহজেই বডি পলিশিং করা যায়। এতে বেশি টাকাও লাগবে না এবং সহজেই করা সম্ভব। জানুন বাড়িতে সহজেই কীভাবে বডি পলিশিং করা সম্ভব। এই বডি পলিশিং করলে ত্বকের মৃত কোষ দূর হয়, ত্বক চকচকে ও মসৃণ হয়।

ড্রাই ব্রাশিং করুন:
এক্ষেত্রে নিয়মিত প্রাকৃতিক ব্রিশেল যুক্ত ব্রাশ (Natural Bristle Brush) দিয়ে পুরো শরীর ব্রাশ করে নিন। উপরের দিক করে ব্রাশ করুন। এটা ত্বক এক্সফ্লয়েটিং-এর কাজ করে। এবং ত্বকের মৃতকোষ অপসারণেও সাহায্য় করে।

ঘরোয়া স্কাব:
বাজার চলতি স্ক্রাবের থেকেও বেশি উপকারি হয় বাড়িতে বানানো স্ক্রাব এটা হয়তো অনেকেই জানেন না। কিন্তু কীভাবে বানাবেন? নারকেল তেলের সঙ্গে ব্রাউন সুগার মেশান। আরও যোগ করুন কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল। এবার পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে পুরো শরীরে স্ক্রাবের মতো করে ব্যবহার করুন। এতে শরীর মসৃণ ও চকচকে হবে।

কফি বীজ:
কফি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে দারুণ কাজ করে। শরীর চকচকে করতে সাহায্য করে এই বীজ। কয়েকটি কফি বীজ নিন এবার তাতে অলিভ অয়েল, আমন্ড অয়েল দিয়ে গুলে নিন। এবার পুরো মিশ্রণটি স্ক্রাবের মতো করে গোটা শরীরে লাগিয়ে নিলেই কাজ শেষ।

সামুদ্রিক লবণ:
এছাড়াও ব্যবহার করতে পারেন সামুদ্রিক লবণও। স্নানের জলে কয়েক চিমটি সামুদ্রিক লবণ মেশান এবং সেই জল দিয়ে স্নান করে নিন। দেখবেন ত্বক ঝকঝকে ও মসৃণ হয়ে যাবে।