
চুলের নানা সমস্যা তো সারাবছর লেগেই থাকে। যার মধ্যে অন্যতম হল খুশকির কারণে সমস্যা। কখনও-কখনও এই জেদী খুশকি দূর করা খুব কঠিন হয়ে পড়ে। খুশকির সমস্যা এড়াতে কিছু প্রাকৃতিক জিনিসও ব্যবহার করতে পারেন। এই প্রাকৃতিক জিনিসগুলো গোড়া থেকে খুশকি দূর করতে সাহায্য করে। এর সাথে সাথে আপনার চুল অন্যান্য সুবিধাও পায়।এই প্রাকৃতিক জিনিসগুলি আপনার চুলকে নরম, চকচকে এবং মজবুত রাখতে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক, চুলের জন্য কোন প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে পারেন।
অ্যাপেল সিডার ভিনেগার:
খুশকির সমস্যা দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এর জন্য অ্যাপেল সিডার ভিনেগার জলে মিশিয়ে ব্যবহার করতে হবে। ২০ মিনিট এটি চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন।
ঘি:
চুল থেকে খুশকি দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এ জন্য মাথায় অ্যালোভেরা জেল লাগান। আলতোভাবে ম্যাসাজ করুন এবং ৩০মিনিট পর চুল ধুয়ে ফেলুন।
টি ট্রি অয়েল:
চুলের জন্য টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল নারকেল তেলের মতো তেলে মিশিয়ে নিন। এরপর এই তেল দিয়ে মাথায় ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।
বেকিং সোডা:
স্ক্রাব হিসেবে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এজন্য বেকিং সোডায় পানি মিশিয়ে নিন। বৃত্তাকার গতিতে এটি দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।
দই ব্যবহার করুন:
খুশকি দূর করতেও দই ব্যবহার করতে পারেন। এর জন্য মাথায় ২০ মিনিট টক দই লাগিয়ে রাখুন। এর পর হালকা গরম জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
আমলকি:
খুশকি দূর করতে আমলা পাউডারও ব্যবহার করতে পারেন। এই পাউডারে ভিটামিন সি-এর মতো পুষ্টি উপাদান রয়েছে। আমলা পাউডারের পেস্ট তৈরি করে চুলে লাগান। কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস:
চুলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এর জন্য লেবুর রসে কিছু জল মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই মিশ্রণ আপনার স্ক্য়াল্প পরিষ্কার রাখতে সাহায্য করে। স্ক্যাল্পের পিএইচ মাত্রা বজায় রাখতেও সাহায্য করে।